Lok Sabha Election 2024 : ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনে বাড়ি বাড়ি ভোটগ্রহণ শুরু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Lok Sabha Election 2024 : ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনে বাড়ি বাড়ি ভোটগ্রহণ শুরু

Share This


 আগরতলা, ১০ এপ্রিল : বুধবার থেকে শুরু হয়েছে ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের এপ্রিল বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া। দুই দিন  ১০ ও ১২ এপ্রিল এই সংসদীয় আসনের জন্য বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। এক্ষেত্রে ৮৫ বছরের ঊর্ধ্ব, দিব্যাঙ্গজন, সন্দেহজনক কোভিড-১৯ আক্রান্ত এবং সংক্রমিত ভোটারগণ ফর্ম ১২ ডি-তে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন তারাই বাড়িতে থেকে ভোট প্রদানে অংশগ্রহণ করেন।


এক্ষেত্রে ভোটগ্রহণের জন্য সেক্টর ভিত্তিক ১ জন সেক্টর অফিসার, ১ জন মাইক্রো অবজারভার, ২ জন পোলিং অফিসার, ১ জন ভিডিওগ্রাফার ও সুরক্ষাকর্মীরা নিজ নিজ দ্বায়িত্ব পালন করেনন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ইচ্ছানুযায়ী তাদের অনুমোদিত ১ জন প্রতিনিধিকে বৈধ পরিচয়পত্র সহ ভোটগ্রহণ কর্মীদের সঙ্গে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়। 


এদিকে ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের সাধারণ পর্যবেক্ষক বিবেক এল ভিমানওয়ার এদিন ৫-খয়েরপুর ও ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি ভোটগ্রহণ পরিদর্শন করেন। সাধারণ পর্যবেক্ষক বিবেক এল ভিমানওয়ার এদিন জিরানীয়া মহকুমায় এআরওদের সাথেও নির্বাচন সংক্রান্ত বিষয়ে এক বৈঠক করেন।




Lok Sabha Election 2024 : মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় সভা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad