Lok Sabha Election-2024 : ১-ত্রিপুরা পশ্চিম আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়লো ৮০.৪০ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Lok Sabha Election-2024 : ১-ত্রিপুরা পশ্চিম আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়লো ৮০.৪০

Share This

 


আগরতলা, ১৯ এপ্রিল : ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রে বিকেল ৫টা পর্যন্ত ৮০.৪০ শতাংশ ভোট পড়েছে। ৭-রামনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৮.৬৪ শতাংশ। ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রে বিকাল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৫-বিলোনীয়া বিধানসভা ক্ষেত্রে। এখানে ভোট পড়েছে ৮৫.৬৪ শতাংশ। আজ সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের রিটার্নিং অফিসার ডা. বিশাল কুমার একথা জানান।


সাংবাদিক সম্মেলনে রিটার্নিং অফিসার আরও জানান, ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের ১,৬৮৬ ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে কিছু কিছু ভোটগ্রহণ কেন্দ্রে বিকাল ৫টার পরও ভোটগ্রহণ চলছে। আশা করা হচ্ছে আরও ২-৩ শতাংশ ভোট পড়বে। আজ শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এজন্য তিনি রাজনৈতিক দলগুলিকে অভিনন্দন জানান। তিনি জানান, সকাল থেকে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত অভিযোগ এসেছে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্পত্তি নষ্ট বা আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। তিনি জানান, নির্বাচনে অনিয়মের অভিযোগে ২ জন ভোটগ্রহণ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাছাড়াও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।




Lok Sabha Election-2024 : রাজ্যে প্রথম দফায় উৎসবের মেজাজে ভোট দিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের আহ্বান


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad