Weather Forecast : পূর্ব এবং দক্ষিণ ভারতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারী, ত্রিপুরায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Weather Forecast : পূর্ব এবং দক্ষিণ ভারতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারী, ত্রিপুরায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস

Share This


 আগরতলা, ২৪ এপ্রিল : ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএডি), পরবর্তী ৫ দিন ত্রিপুরা সহ পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারী করেছে। তীব্র আপপ্রবাহ জনিত পরিস্থিতি বজায় থাকবে ওড়িশা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের অভ্যন্তরে। তাপপ্রবাহ জারী থাকবে বিহার, ঝাড়খন্ড, অন্ধ্র প্রদেশের উপকূল, তেলেঙ্গানা এবং পূর্ব উত্তর প্রদেশে। মধ্য ও পূর্ব ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে তিন ডিগ্রী বৃদ্ধি পাবে।


অন্যদিকে, উত্তর পশ্চিম ভারতে ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম ও মনিপুরে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের কয়েকটি অঞ্চলে।

এদিকে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বজায় আছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রী বেশী।

 

উল্লেখ্য ত্রিপুরায় তাপ প্রবাহ জনিত পরিস্থিতিতে রাজ্য সরকার আগামী চারদিন সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের স্কুল শিক্ষা সচিব এন সি শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে। সান স্ট্রোক এড়াতে রাজ্যবাসীকে দুপুর রোদে না বেড়োনোর জন্যও সরকারের তরফে অনুরোধ জানানো হয়েছে।





Lok Sabha Election-2024 : পূর্ব ত্রিপুরায় ভোট গ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad