Blood Donation : এইডস কন্ট্রোল সোসাইটির শিবিরে রক্ত দিলেন শিল্পমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Blood Donation : এইডস কন্ট্রোল সোসাইটির শিবিরে রক্ত দিলেন শিল্পমন্ত্রী

Share This

 


আগরতলা, ১৯ মে : ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে রবিবার এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উল্লেখযোগ্য ভাবে এই শিবিরে রক্তদান করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যের পত্নী উষা কিরণ গিত্যে সহ ১২৮ জন। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর (ডা.) সঞ্জীব কুমার দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের ভারপ্রাপ্ত অধিকর্তা ডা. অঞ্জন দাস, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডা. সমর্পিতা দত্ত প্রমুখ। রক্তদান করেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক এবং বিভিন্ন স্তরের কর্মচারিগণও। 


এদিন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। স্বাস্থ্য সচিব কিরণ গিত্যেও তরুণ প্রজন্মকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিকগণ আশা প্রকাশ করেন আগামীদিনেও সোসাইটি এ ধরনের জনকল্যাণমুখী কর্মকান্ড ধারাবাহিকভাবে বজায় রাখবে।





Road Accident : সূর্যমনিনগরে যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো ১ বাইক চালকের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad