আগরতলা, ২১ মে : বন্ধ দোকান খুলে সিগারেট বিক্রি না করায় দোকানদারকে বেদম প্রহার। চারদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যু হল তার। ঘটনা গত ১৮ই মে পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় বাজার এলাকায়। মৃতের নাম সুখেন দাস (৫১)। এই ঘটনায় অভিযুক্ত কুশন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, কুশন সরকার নামের অভিযুক্ত ব্যক্তি প্রায়ই চা সিগারেট বাকি খেত সুখেন দাস নামের দোকানদারের কাছ থেকে। উনার দোকান রয়েছে রাজধানীর প্রতাপগড় বাজারে। গত ১৮ তারিখ অভিযুক্ত কুশান সরকার ফের বাকি চাইতে এলে বাকি না দেওয়াই, সুখেন বাবুকে ইটি দিয়ে বেধড়ক মাথায় আঘাত করেন। রীতিমত উনার মাথার বিভিন্ন অংশ খেতলিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাজধানীর জিবিপি হাসপাতালে নিয়ে যায়। দুদিন চিকিৎসা চলার পর অবশেষে গতকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্যবসায়ী সুখেন দাস।
এই হত্যাকাণ্ডের বিষয়ে অভিযুক্ত ক্রেতা কুশান এর বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে পুলিশে হেফাজতে রয়েছে অভিযুক্ত । জানা গেছে মৃত ব্যক্তির দুজন কন্যা সন্তান রয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত ব্যক্তির স্ত্রী অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সরকারি সাহায্যের আবেদন জানান। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়।
Panchayat Election : রাজ্যের ৩৫টি ব্লকের ২,৬৫০টি ভোটগ্রহণ কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন