Road Accident : আসামে বাস দুর্ঘটনায় হত রাজ্যের ১ ব্যাংক পরীক্ষার্থী, প্রতিবাদে সরব ডিওয়াইএফ‌আই - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : আসামে বাস দুর্ঘটনায় হত রাজ্যের ১ ব্যাংক পরীক্ষার্থী, প্রতিবাদে সরব ডিওয়াইএফ‌আই

Share This

 


আগরতলা, ০২ মে :  কো-অপারেটিভ ব্যাংক এর নিয়োগ পরীক্ষা দিতে যাবার পথে ভয়াবহ দূর্ঘটনার কবলে ত্রিপুরার ছাত্র ছাত্রী। দিমা হাসাওতে একটি বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনাটি ত্রিপুরাগামী একটি রাতের বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে। নিহত যাত্রীর নাম দেবরাজ দেববর্মন। দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


জানা গেছে আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল আসামের নম্বর বাহি (এএস ০১ এমসি ০২৪৩) এটি নাইট সুপার বাস । এতে প্রায় ৪৫-৪৬ জন যাত্রী ছিল। বাসটি আসামে পৌঁছার পর রাত এগারোটা নাগাদ একটি ধাবার সামনে দাঁড়ায় এবং সেখানে আধঘন্টা বিরতিতে খাওয়া-দাওয়া করা হয় । তারপরে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় । তার কিছুক্ষণের মধ্যে একটি শর্ট টার্নিং নিতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই নিহত হয় ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের চাকুরী পরীক্ষার্থী তরুণ দেবরাজ দেববর্মন। এতে আরো ৩০ জন যাত্রী  আহত হয়। 

 

আসামে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে চাকরি পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামে ডিওয়াইএফআই। তারা ঐ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। ডিওয়াইএফআই নেতৃত্বদের অভিযোগ, ডিজিটাল ইন্ডিয়ার বলে গলা ফাটানো হলেও, কেন মাত্র আট হাজারের মতো ত্রিপুরা রাজ্যের ব্যাংকে চাকুরী পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব হলো না। কেন তাদের পরীক্ষা দিতে যেতে বাধ্য করা হলো বহিঃ রাজ্যে।


মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । তিনি এই বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে লিখেন, "আসামের ডিমা হাসাও জেলায় একটি দুর্ভাগ্যপূর্ন বাস দুর্ঘটনায় রাজ্যের একজন যাত্রীর মৃত্যু হয় ও কয়েকজন আহত হন। এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত বোধ করছি। আমি নিহত যাত্রীর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"




Governor of Tripura : নড়সিংগড়স্থিত দৃষ্টিহীন বালিকা বিদ্যালয় পরিদর্শনে রাজ্যপাল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad