Lok Sabha Election 2024 : ১০টি রাজ্যে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে কমিশনের বিশেষ পদক্ষেপ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Lok Sabha Election 2024 : ১০টি রাজ্যে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে কমিশনের বিশেষ পদক্ষেপ

Share This

 


কোলকাতা, ০৩ মে : চতুর্থ দফার লোকসভা নির্বাচনে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১ হাজার ৭শো ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৬টি সংসদীয় আসনে মোট চার হাজার দুশো ৬৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দাখিলকৃত সব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক হাজার ৯৭০টি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে।


      চতুর্থ দফায়, তেলেঙ্গানায় ১৭টি লোকসভা আসন থেকে সর্বাধিক এক হাজার ৪৮৮টি মনোনয়ন জমা পড়ে, এরপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, সেখানে ২৫টি সংসদীয় আসনে এক হাজার একশো তিনটি মনোনয়ন দাখিল হয়েছে। তেলেঙ্গানার মালকাজগিরি আসনে সর্বাধিক ১৭৭ টি মনোনয়ন জমা পড়েছে। চতুর্থ দফায় ভোটগ্রহন আগামী ১৩ই মে।  


এদিকে কলকাতা পুলিশ, সপ্তম দফা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির দিন থেকেই বিভিন্ন জায়গায় নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সিসি ক্যামেরা ছাড়াও আগামী ৭ই মে থেকে শহরের ৮১ টি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে নজরদারি দল। কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিকের অধীনে ২৯ টি, কলকাতা দক্ষিণ জেলা নির্বাচনী আধিকারিকের অধীনে ২১ এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের অধীনে ৩১ টি দল এই কাজ করবে। তল্লাশি ছাড়াও বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের কাজ করবে তারা। 


উল্লেখ্য এইবার কলকাতা পুলিশের আওতায় ১ হাজার ৯৪০ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। পয়লা জুন সপ্তম দফার নির্বাচনে কলকাতার দুটি সহ ৯ টি আসনে ভোট নেওয়া হবে।




Road Accident : আসামে বাস দুর্ঘটনায় হত রাজ্যের ১ ব্যাংক পরীক্ষার্থী, প্রতিবাদে সরব ডিওয়াইএফ‌আই


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad