নতুন দিল্লি, ০৪ মে : লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করতে ২৩টি দেশের ৭৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ভারতে এসেছেন। স্বচ্ছভাবে সাধারণ নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাপনা দেখানোর জন্য এঁদের আমন্ত্রণ জানানো হয়। আজ থেকে ছয় দিন পর্যবেক্ষকরা বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। এর ফলে বিভিন্ন দেশের নির্বাচন কমিশনগুলি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অন্য দুই কমিশনার জ্ঞানেশ কুমার এবং ডঃ সুখবীর সিং সান্ধু আগামীকাল পর্যবেক্ষকদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর প্রতিনিধিরা মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সফর করবেন।
লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় জমাপড়া মনোনয়নপত্রগুলি শনিবার পরীক্ষা করে দেখা হয়। প্রার্থীপদ দাখিলের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এই দফায় আটটি রাজ্যের উনোপঞ্চাশটি আসনে ভোট নেওয়া হবে ২০ মে। নাম প্রত্যাহারের শেষ দিন সোমবার ৬-ই মে। সোমবারই ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হবে।
ওই পর্যায়ে সাতটি রাজ্যের সাতান্নটি আসনে ভোটগ্রহণ ২৫-শে মে। মঙ্গলবার জমাপড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষদিন ৯-ই মে। অন্যদিকে, সপ্তম ও চূড়ান্ত দফার ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হবে মঙ্গলবার ৭-ই মে। ১৪-ই মে পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। এই দফায় আটটি রাজ্যের সাতান্ন-টি আসনে ভোট নেওয়া হবে পয়লা জুন। এদিকে, রাজ্যের চতুর্থ দফার নির্বাচনে ১০ টি রাজ্যের ৯৬টি আসনে ১৩-ই মে ভোট নেওয়া হবে।
এদিকে চলতি লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ যাতে ভোটদানে উৎসাহিত হয়, সে বিষয়ে সব রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। একাধিক সরকারী ও বেসরকারী সংস্থা এবং নির্বাচন কমিশনের মধ্যে এবিষয়ে সহযোগিতার চুক্তি হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি লোকসভা ভোটের দুটি দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। প্রথম দফায় ৬৬ দশমিক ১/৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬ দশমিক ৭/১ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন কমিশন তৃতীয় দফার ভোটের আগে আবহাওয়া বিশেষজ্ঞ,স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা সংস্থার সঙ্গে চলতি তাপপ্রবাহের আবহে ভোটদানের হার বাড়াতে আলোচনা করেছে। এই দফায় ১১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে মনে করা হচ্ছে।
Lok Sabha Election 2024 : ১০টি রাজ্যে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে কমিশনের বিশেষ পদক্ষেপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন