নতুন দিল্লি, ০৫ মে : ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ দেশের নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে ৭৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষককে অবহিত করেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসাবে ভারতে আগত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের উদ্দেশে নতুন দিল্লিতে শ্রী কুমার বক্তব্য রাখেন। বিশ্বের ২৩-টি দেশ থেকে এই সব পর্যবেক্ষকরা কমিশনের আমন্ত্রণে ভারতের নির্বাচন প্রক্রিয়া দেখার জন্য এসেছেন। এরা মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ভোটগ্রহণের প্রস্তুতি এবং অন্যান্য বিষয় সরাসরি দেখবেন। এমাসের ৯ তারিখ পর্যন্ত তাঁরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন