গৌহাটি, ০২ জুন : অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টী একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। বিধান সভার ৬০- টি আসনের মধ্যে ৫০- টিতে ভোট গ্রহণ হয়েছিল। ১০-টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। বাকী ৫০-টি আসনের মধ্যে বিজেপি ৩৬-টি আসনে জয়লাভ করেছে রাজ্যের বর্তমান শাসক দল। এবারের ফলাফলে ন্যাশনাল পিপলস পার্টী ৫-টি এবং পিপলস পার্টি দুটি আসন পেয়েছে। এনসিপি ৩- টি এবং কংগ্রেস ১- টি আসনে জয়ী হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি-কে জয়ী করার জন্য অরুণাচলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
ফলাফল ঘোষণার পরেই অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ইটানগরের রাজভবনে রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে টি পারনায়েক’এর সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রীপরিষদের সঙ্গে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজ্যপাল পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত শ্রী খান্ডু এবং মন্ত্রীপরিষদকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন ।
অপরদিকে ৩২ আসন বিশিষ্ট সিকিম বিধানসভার নির্বাচনে সিকিম ক্রান্তিকারী মোর্চা একাই ৩১ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট জয়লাভ করেছে ১ টি আসনে। গণনা শেষ হতেই সিকিম বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের তালিকা সিকিমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের হাতে তুলে দেন সিকিমের মুখ্য নির্বাচনী আধিকারিক ডি আনন্দন এবং নির্বাচন কমিশনের সচিব এস কে দুবে।
Lok Sabha Vote Counting : রাজ্যের ২০টি স্থানে ভোট গণনা, সিইও এর ডাকে সম্পন্ন হলো সর্বদলীয় সভা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন