Drug Smuggling : ত্রিপুরার খাইরুল-নবির-মামন গ্ৰেপ্তার করিমগঞ্জে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Drug Smuggling : ত্রিপুরার খাইরুল-নবির-মামন গ্ৰেপ্তার করিমগঞ্জে

Share This

 


ধর্মনগর, ১২ জুন : ৬৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ করিমগঞ্জে আটক ত্রিপুরার তিন যুবক। ধৃতদের নাম খাইরুল হোসেন, নবির হোসেন এবং মামন মিয়া।  তাদের বাড়ি ত্রিপুরার মেলাঘর এলাকায় বলে জানা গেছে। ড্রাগস বিরোধী অভিযানে বিরাট এই সফলতা পায় আসামের করিমগঞ্জ পুলিশ।  বর্তমান ধৃত তিন পাচারকারীকে করিমগঞ্জ সদর থানায় আটকে রেখে টানা জিজ্ঞেসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

 জানা যায় গোপন সুত্রে পাওয়া খবরে উপর ভিত্তি করে বুধবার  বিকেলে আসাম পুলিশের আইজিপি পার্থ সারথি মহন্ত ও করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে করিমগঞ্জ পুলিশের একটি বিশেষ দল করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় অভিযান চালিয়ে মিজোরাম থেকে আসা একটি নাম্বার বিহীন বলেরো কেম্বাস গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ি ব্যাক লাইটের ভিতর থেকে দুই লক্ষ কোড়ি হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পাশাপাশী এই পাচারকান্ডে জড়িত থাকা ত্রিপুরা রাজ্যের তিন পাচারকারীকে আটক করে পুলিশ। 


ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা যে তথ্য দেয়, তাতে তিনজন পাচারকারীর বাড়ি মেলাঘর থানা এলাকায় বলে জানা যায়। ধৃত খাইরুল হোসেন, নবির হোসেন এবং মামন মিয়া এই তিনজনই কি এই পাচারকার্যের সঙ্গে যুক্ত, না এর পেছনে আরো বড় গ্যাং যুক্ত রয়েছে ধৃতদের করিমগঞ্জ সদর থানায় আটকে রেখে এই নিয়ে তদন্ত করছে পুলিশ। 





Forest Minster : আগামী ৫ জুলাই ৫ মিনিটে সারা রাজ্যে ৫ লাখ গাছ লাগানো হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad