কোলকাতা, ১৩ জুন : প্রবল বর্ষণে ধ্বস নেমে উত্তর সিকিমে দুই মহিলা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫-১৬টি বাড়ি। নিখোঁজ হয়েছেন কয়েকজন। উদ্ধার কাজ চলেছে। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখ্য টানা কয়েকদিনের বৃষ্টিপাতের দরুন রাজ্যের তিস্তা নদীর জলস্তর বৃদ্ধির ফলে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। তার প্রভাবে বিভিন্ন স্থানের পর্যটকরাও আটকে পড়েছেন। সাধারণ মানুষ ও পর্যটকদের উদ্ধার করছেন ত্রিশক্তি কর্পস’এর জওয়ানরা। তাঁরা একটি সিভিল ট্রাক উদ্ধার করেছে, উত্তর সিকিমের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ রয়েছে এই পরিস্থিতিতে পর্যটকদের উদ্ধার করছেন সেনাবাহিনীর জওয়ানরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন