আগরতলা, ০৪ জুন : ২৯৩ টি আসন নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতার মসনদে আসিন হতে চলেছে এনডিএ। অপরদিকে বিরোধী জোট ইন্ডিয়ার দখলে যাচ্ছে ২৩৩টি আসন। লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি সংসদীয় ক্ষেত্রের নির্বাচনে বিজেপি প্রার্থীগণ জয়ী হয়েছেন। ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে বিজেপি প্রার্থী কৃতী দেবী দেববর্মণ তাদের নিকটতম প্রার্থীদের পরাজিত করেছেন।
১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের আশিস কুমার সাহাকে ৬ লক্ষ ১১ হাজার ৫৭৮ ভোটে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পেয়েছেন ৮ লক্ষ ৮১ হাজার ৩৪১ ভোট। ভারতীয় জাতীয় কংগ্রেসের আশিস কুমার সাহা পেয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৭৬৩ ভোট।
২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে বিজেপি প্রার্থী কৃতী দেবী দেববর্মণ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম)-এর প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে ৪ লক্ষ ৮৬ হাজার ৮১৯ ভোটে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী কৃতী দেবী দেববর্মণ পেয়েছেন ৭ লক্ষ ৭৭ হাজার ৪৪৭ ভোট। সিপিআই (এম) প্রার্থী রাজেন্দ্র রিয়াৎ পেয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ৬২৮ ভোট।
এদিকে ৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী দীপক মজুমদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) প্রার্থী রতন দাসকে ১৮ হাজার ১৪ ভোটে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী দীপক মজুমদার পেয়েছেন ২৫ হাজার ৩৮০ ভোট। সিপিআই(এম) প্রার্থী রতন দাস পেয়েছেন ৭ হাজার ৩৬৬ ভোট।
লোকসভা নির্বাচনে দেশের মধ্যে সর্বাধিক ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তর প্রদেশে বিজেপি ৩৬ টি আসনে এগিয়ে আছে, সমাজবাদী পার্টি এগিয়ে আছে ৩৩-টিতে । কংগ্রেস ৭-টিতে এগিয়ে। রাষ্ট্রীয় লোকদল দুই, এবং অন্যান্যরা এগিয়ে একটি করে আসন।
জাতীয় রাজধানী অঞ্চল দিল্লীর ৭ টি লোকসভা আসনের মধ্যে ৭ টিতেই এগিয়ে আছে বিজেপি।
গুজরাটে আজ গণনা হওয়া ২৬ টির মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি ২৪ টিতে এগিয়ে আছে। জিতেছে একটিতে। একটি আসনে তারা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। কংগ্রেস এগিয়ে ১-টি আসনে।
মহারাষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে বিজেপি ১২ টিতে এগিয়ে। কংগ্রেস ১১ ও শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী ১০-টি আসনে এগিয়ে আছে। এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী ৭-টি, শিবসেনা ৬ টিতে এগিয়ে। এনসিপি ও নির্দল এগিয়ে আছে ১ টি করে আসনে।
বিহারের ৪০ টির মধ্যে জনতা দল ইউনাইটেড -জেডিইউ ১৪ টিতে, বিজেপি ১২, লোকজনশক্তি পার্টি (রামবিলাস) ৫’টি ও আর জে ডি ৪-টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ও সিপিআইএমএল ২-টি করে এবং হিন্দুস্তানী আওয়াম মোর্চা সেকুলার একটি আসনে এগিয়ে আছে।
আসামের ১৪-টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ৯’টিতে। কংগ্রেস ৩, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল ইউপিপিএল এবং অসম গণপরিষদ- এজিপি ১-টি করে আসনে এগিয়ে রয়েছে।
ওড়িশার ২১-টি আসনের ১৯ টি এগিয়ে আছে বিজেপি। বিজু জনতা দল বিজেডি এবং কংগ্রেস ১ টি করে আসনে এগিয়ে আছে।
এদিকে, ওড়িশা বিধানসভা নির্বাচনেও মঙ্গলবার ভোটগণনা হয়। ১৪৭ আসনের বিধানসভায় বিজেপি ৮০-টিতে এগিয়ে আছে , জিতেছে ১-টি আসন। ৪৭-টি আসনে এগিয়ে বিজেডি । কংগ্রেস ১৪- টি আসনে এগিয়ে এবং একটিতে জয়ী । নির্দল ৩-টি এবং সিপিআইএম ১-টি আসনে এগিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন