নতুন দিল্লি, ০৫ জুন : সর্বসম্মতিক্রমে এনডিএ-র নেতা নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের ফল ঘোষণার পর বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে প্রথম বৈঠক হয় এনডিএ-র। সেখানে উপস্থিত ছিলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার সহ জোটের সকল নেতারা। তাঁদের সঙ্গে নিয়েই এদিন গ্ৰুপ ছবি তোলেন মোদী। বিজেপি এবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফলে শরিক দলগুলির উপর বেশি ভরসা করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে।
টানা তৃতীয়বার দেশে ক্ষমতায় আসার জন্য বিশ্ব নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলকে অভিনন্দন জানিয়েছে। ইতালী, মরিশাস, ভুটান, নেপাল, মলদ্বীপ এবং শ্রীলঙ্কা থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে, প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়ে দুদেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে মত ব্যক্ত করেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, আগামীদিনে ভারতের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। শ্রী মোদীও শুভেচ্ছা বার্তার জন্য প্রতিটি নেতাকে ধন্যবাদ জানিয়েছেন।
আজ দুপুরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নরেন্দ্র মোদী। দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে শেষবার ক্যাবিনেট বৈঠক করেন তিনি। তারপরই ইস্তফাপত্র নিয়ে হাজির হন রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি সেটি গ্রহণ করে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। খুব দ্রুতই সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে এনডিএ-র পক্ষ থেকে আর্জি রাখা হতে পারেন বলে খবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন