Panchayat Election 2024 : প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা, ৮ জেলায় ভোটারের সংখ্যা ১২,৯৫,০৮৬ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Panchayat Election 2024 : প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা, ৮ জেলায় ভোটারের সংখ্যা ১২,৯৫,০৮৬

Share This


 আগরতলা, ০৬ জুন : পঞ্চায়েত নির্বাচনের জন্য ৩৫টি ব্লকের খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। খসড়া ভোটার তালিকায় ৩৫টি ব্লকে মোট ভোটার রয়েছেন ১২,৯৫,০৮৬ জন। রাজ্য নির্বাচন দপ্তর থেকে এক প্রেস রিলিজে আজ এই তথ্য জানানো হয়েছে। খসড়া তালিকায় মহিলা ভোটার রয়েছেন ৬,৩৬,০৬২ জন, পুরুষ ভোটার রয়েছেন ৬,৫৯,০১৩ জন ও অন্যান্য ভোটার রয়েছেন ১১ জন।

রাজ্য নির্বাচন দপ্তর থেকে দেওয়া প্রেস রিলিজে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা অনুসারে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকে ভোটার রয়েছেন ৫১,২০৭ জন। এরমধ্যে মহিলা ভোটার ২৫,৪৩৭ জন এবং পুরুষ ভোটার ২৫,৭৭০ জন। কালাছড়া ব্লকে ভোটার রয়েছেন ৪৩,৮৩১ জন। এরমধ্যে মহিলা ভোটার ২১৭৬৪ জন এবং পুরুষ ভোটার ২২০৬৭ জন। যুবরাজনগর ব্লকে ভোটার রয়েছেন ৪৬৫৮৬ জন। মহিলা ভোটার ২৩১৬৩ জন এবং পুরুষ ভোটার ২৩৪২৩ জন। পানিসাগর ব্লকে ভোটার রয়েছেন ২৮৯৩৮ জন। মহিলা ভোটার ১৪১৮৪ জন এবং পুরুষ ভোটার ১৪৭৫৪ জন।


ঊনকোটি জেলার গৌরনগর ব্লকে ভোটার রয়েছেন ৪৩০৬২ জন। মহিলা ভোটার ২১১৭৪ জন এবং পুরুষ ভোটার ২১৮৮৮ জন। চন্ডিপুর ব্লকে ভোটার রয়েছেন ২৮৬৭০ জন। মহিলা ভোটার ১৪১১০ জন এবং পুরুষ ভোটার ১৪৫৬০ জন। কুমারঘাট ব্লকে ভোটার রয়েছেন ৫৭১৬৬ জন। মহিলা ভোটার ২৮৪৪৭ জন এবং পুরুষ ভোটার ২৮৭১৮ জন।


ধলাই জেলার আমবাসা ব্লকে ভোটার রয়েছেন ৯৯২৪ জন। মহিলা ভোটার ৪৯৬১ জন এবং পুরুষ ভোটার ৪৯৫৭ জন। সালেমা ব্লকে ভোটার রয়েছেন ১৮৯২৭ জন। মহিলা ভোটার ৯৩৫৩ জন এবং পুরুষ ভোটার ৯৫৭৪ জন। দুর্গাচৌমুহনি ব্লকে ভোটার রয়েছেন ৫১৫৬৪ জন। মহিলা ভোটার ২৫৪৬০ জন এবং পুরুষ ভোটার ২৬১০৪ জন।


খোয়াই জেলার খোয়াই ব্লকে ভোটার রয়েছেন ৪৮৬৩৭ জন। মহিলা ভোটার ২৪০১৪ জন এবং পুরুষ ভোটার ২৪৬২৩ জন। কল্যাণপুর ব্লকে ভোটার রয়েছেন ২৭৪৫৭ জন। মহিলা ভোটার ১৩৫৯৪ জন এবং পুরুষ ভোটার ১৩৮৬৩ জন। তেলিয়ামুড়া ব্লকে ভোটার রয়েছেন ৩৮৯৪৮ জন। মহিলা ভোটার ১৯০৯১ জন এবং পুরুষ ভোটার ১৯৮৫৭ জন।


পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর ব্লকে ভোটার রয়েছেন ৩৭৬৮০ জন। মহিলা ভোটার ১৮৬২৪ জন এবং পুরুষ ভোটার ১৯০৫৩ জন। বামুটিয়া ব্লকে ভোটার রয়েছেন ৪৭৩৬২ জন। মহিলা ভোটার ২৩৬৯১ জন এবং পুরুষ ভোটার ২৩৬৭১ জন। জিরানীয়া ব্লকে ভোটার রয়েছেন ২৯৬৯৬ জন। মহিলা ভোটার ১৪৮০৯ জন এবং পুরুষ ভোটার ১৪৮৮৭ জন। পুরাতন আগরতলা ব্লকে ভোটার রয়েছেন ৩৬৬৫২ জন। মহিলা ভোটার ১৮১২২ জন এবং পুরুষ ভোটার ১৮৫২৯ জন। ডুকলি ব্লকে ভোটার রয়েছেন ৬৭৫৫৩ জন। মহিলা ভোটার ৩৩২৫২ জন এবং পুরুষ ভোটার ৩৪৩০১ জন।


সিপাহীজলা জেলার বিশালগড় ব্লকে ভোটার রয়েছেন ৭৪৩৮২ জন। মহিলা ভোটার ৩৬৪০৯ জন এবং পুরুষ ভোটার ৩৭৯৭৩ জন। চড়িলাম ব্লকে ভোটার রয়েছেন ২৫৪৩০ জন। মহিলা ভোটার ১২৩৯৭ জন এবং পুরুষ ভোটার ১৩০৩৩ জন। বক্সনগর ব্লকে ভোটার রয়েছেন ৩৯৩৬৮ জন। মহিলা ভোটার ১৮৯৮৯ জন এবং পুরুষ ভোটার ২০৩৭৯ জন। নলছড় ব্লকে ভোটার রয়েছেন ৪৩২৯৩ জন। মহিলা ভোটার ২০৯৩৭ জন এবং পুরুষ ভোটার ২২৩৫৬ জন। কাঁঠালিয়া ব্লকে ভোটার রয়েছেন ৪৩২৬১ জন। মহিলা ভোটার ২১০৪৪ জন এবং পুরুষ ভোটার ২২২১৭ জন। মোহনভোগ ব্লকে ভোটার রয়েছেন ১৪২২২ জন। মহিলা ভোটার ৬৮ ১৬ জন এবং পুরুষ ভোটার ৭৪০৬ জন।


গোমতী জেলার মাতাবাড়ি ব্লকে ভোটার রয়েছেন ৪৯৫২৭ জন। মহিলা ভোটার ২৪৩২০ জন এবং পুরুষ ভোটার ২৫২০৭ জন। তেপানিয়া ব্লকে ভোটার রয়েছেন ৪২৩৬৯ জন। মহিলা ভোটার ২০৭৬২ জন এবং পুরুষ ভোটার ২১৬০৭ জন। কাকড়াবন ব্লকে ভোটার রয়েছেন ৪৩৪৬২ জন। মহিলা ভোটার ২১২৮২ জন এবং পুরুষ ভোটার ২২১৮০ জন। অমরপুর ব্লকে ভোটার রয়েছেন ১৪২২৮ জন। মহিলা ভোটার ৬৯৩৫ জন এবং পুরুষ ভোটার ৭২৯৩ জন।


দক্ষিণ ত্রিপুরা জেলার বকাফা ব্লকে ভোটার রয়েছেন ১৪৮৫৯ জন। মহিলা ভোটার ৭৩৩১ জন এবং পুরুষ ভোটার ৭৫২৮ জন। জোলাইবাড়ি ব্লকে ভোটার রয়েছেন ৩২৩০৬ জন। মহিলা ভোটার ১৬০ ১৬ জন এবং পুরুষ ভোটার ১৬২৯০ জন। বিসিনগর ব্লকে ভোটার রয়েছেন ২৮৬২৪ জন। মহিলা ভোটার ১৩৮৭৫ জন এবং পুরুষ ভোটার ১৪৭৪৯ জন। রাজনগর ব্লকে ভোটার রয়েছেন ৪১৫৯৭ জন। মহিলা ভোটার ১৯৫৯২ জন এবং পুরুষ ভোটার ২২০০৫ জন। ঋষ্যমুখ ব্লকে ভোটার রয়েছেন ৩০২৯২ জন। মহিলা ভোটার ১৪৬৪৮ জন এবং পুরুষ ভোটার ১৫৬৪৪ জন। পোয়াংবাড়ি ব্লকে ভোটার রয়েছেন ৯৮৫০ জন। মহিলা ভোটার ৪৬৭১ জন এবং পুরুষ ভোটার ৫১৭৯ জন। সাতচাঁদ ব্লকে ভোটার রয়েছেন ৩৪১৫৬ জন। মহিলা ভোটার ১৬৭৮৮ জন এবং পুরুষ ভোটার ১৭৩৬৮ জন।




Narendra Modi : সর্বসম্মতিক্রমে এনডিএ-র নেতা হলেন মোদী, ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী পদ থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad