আগরতলা, ২০ জুন : স্কুল শুরু হতেই একসাথে অসুস্থ হয়ে পড়লো অর্ধশতাধিক ছাত্রী, ঘটনা বৃহস্পতিবার সকালে আগরতলার বোধবজং গার্লস স্কুলে। প্রাথমিকভাবে অনুমান স্কুলের হোস্টেলের খাবারে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা । আকস্মিক এই ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে যান পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার। তিনি ছাত্র-ছাত্রীসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে ঘটনার বিষয়ে খোঁজ খবর করেন। তিনি জানান এদিনের ঘটনায় ৫০ জন ছাত্রীর পেটে ব্যথার অভিযোগ রয়েছে এবং তাদের মধ্যে ১৫ জনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকি ৩৫ জনকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে স্কুলে। তবে সব শিক্ষার্থীই স্থিতিশীল এবং কর্তৃপক্ষ হোস্টেলের খাবারের নমুনাও নিয়েছে।
আগরতলা বোধজং গার্লস স্কুলের হোস্টেলে খাদ্যে বিষক্রিয়ার কারণে ছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার খরব পেয়েই মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে ছুটে যান এবং অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন।
এই ঘটনায় জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে হোস্টেলের ওয়ার্ডেন এবং কেয়ারটেকারকে অপসারিত করার নির্দেশ দেওয়া হয়েছে। হোস্টেলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হয়নি এবং জনজাতি কল্যাণ দপ্তরের অনুমোদিত নির্ধারিত খাবারের মেনু অনুযায়ী হোস্টেলের আবাসিকদের খাবার সরবরাহ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। হোস্টেল পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে দপ্তরের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তাছাড়াও পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
Oath Taking Ceremony : রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন