Oath Taking Ceremony : রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Oath Taking Ceremony : রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার

Share This

 


আগরতলা, ১৯ জুন : ৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনে বিজেপির টিকিটে জয়ী দীপক মজুমদার বুধবার ত্রিপুরা বিধানসভার লবিতে বিধানসভার সদস্য তথা বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উল্লেখ্য, ৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে গত ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের সাথে এই বিধানসভা ক্ষেত্রের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়।


শপথ গ্রহণের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিধানসভার সদস্য হিসেবে দীপক মজুমদারকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন তার বলিষ্ঠ ও সূচারু চিন্তাভাবনা বিধানসভার বিভিন্ন কাজ পরিচালনায় সহায়ক হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ মন্ত্রিসভার বিভিন্ন সদস্য সদস্যাগণ, বিধায়কগণ, আগরতলা পুরনিগমের কর্পোরেটরগণ, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এদিন নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



Job Opportunities : রাজ্যের বিভিন্ন দপ্তরে ৪৬৯টি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad