Narendra Modi : ৯ই জুন তৃতীয়বারের জন্য মোদীর শপথ, সিকিমে প্রেম সিং তামাং ১০ই জুন এবং অন্ধ্রে চন্দ্রবাবুর শপথ ১২ই জুন সকালে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Narendra Modi : ৯ই জুন তৃতীয়বারের জন্য মোদীর শপথ, সিকিমে প্রেম সিং তামাং ১০ই জুন এবং অন্ধ্রে চন্দ্রবাবুর শপথ ১২ই জুন সকালে

Share This

 


নতুন দিল্লি, ০৮ জুন : শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী, আগামীকাল রবিবার ৯ই জুন তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। রাষ্ট্রপতি ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সন্ধে ৭টা ১৫ মিনিটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রীসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি গতকাল নতুন দিল্লীতে NDAসংসদীয় দলের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান। এর আগে NDA নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানান।  


উল্লেখ্য, জওহরলাল নেহেরুর পর নরেন্দ্র মোদী হবেন পরপর তিনবার প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া দ্বিতীয় ব্যক্তি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রণিল বিক্রমাসিংঘে। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে নেপাল, ভুটান ও মরিশাসের প্রধানমন্ত্রীদের। ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে পৌঁছে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শুক্রবার জাতীয় গণতান্ত্রিক জোট NDA সংসদীয় দল নরেন্দ্র মোদীকে সর্বসম্মতভাবে তাঁদের নেতা নির্বাচিত করেছে। নতুন দিল্লীতে গতকাল সংসদীয় দলের বৈঠকে প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং এই মর্মে একটি প্রস্তাব উত্থাপন করেন। NDA শরিক দলের সমস্ত নেতাই তাঁকে সমর্থন জানান। রাজনাথ সিং, নরেন্দ্র মোদীকেই এই পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জোট কোনো বাধ্যবাধকতা নয়, তাঁরা অঙ্গীকারবদ্ধ হয়েই জোট গঠন করেছেন।  প্রস্তাব সমর্থন করে অমিত শাহ বলেন, NDA সংসদীয় দলের নেতাদের’ই যে শুধু এটাই ইচ্ছা তাই নয়, দেশের ১৪০ কোটি মানুষও তা-ই চান।

 

NDA সংসদীয় দলের বৈঠকে তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু বলেছেন, নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে NDA সরকার গত ১০ বছরে উল্লেখযোগ্য বিভিন্ন অগ্রগতি করেছে। বিহারের মুখ্যমন্ত্রী JDU সভাপতি নীতিশ কুমার নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছেন, তাঁর নেতৃত্বে সবাই একজোট হয়ে কাজ করবেন। এই উপলক্ষ্যে নরেন্দ্র মোদী বলেন, NDA এমন কোনো দলের জোট নয়, যারা ক্ষমতার জন্য একসঙ্গে হয়েছে। এই জোটের উদ্দেশ্য হল দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।


অপরদিকে তেলেগু দেশম পার্টি-TDP র জাতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু ১২ই জুন সকাল ১১টা ২৭ মিনিটে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিজয়ওয়াড়ার নিকটবর্তী স্থানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে NDAর শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রতিবেশী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। রাজ্য ভাগ হবার পর দ্বিতীয়বার তিনি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তেলেগু দেশম পার্টি, জনসেনা এবং বিজেপি জোট ১৭৫টির মধ্যে ১৬৪ আসনে জয়লাভ করে।  


আগামী মঙ্গলবার ১০ই জুন সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন প্রেম সিং তামাং। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য তিনি ঐ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন। সিকিম ক্রান্তিকারী মোর্চা বিধায়ক দলের বৈঠকে গতকাল তিনি সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত হন। উল্লেখ্য, বিধানসভার ৩২ টি আসনের মধ্যে ৩১ টিতেই তাঁর দল সিকিম ক্রান্তিকারী মোর্চা জয়লাভ করে। রাজ্যপাল L.P. আচার্য তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।




Industry & Commerce : ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে ৬৫ কোটি ১৭ লক্ষ টাকা অনুমোদিত


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad