নতুন দিল্লি, ০৯ জুন : তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। রবিবার তিনি ছুঁয়ে ফেলেন পূর্বসূরি জওহরলাল নেহরুর নজির। শপথগ্রহণ উপলক্ষে অপরূপ সাজে সেজে উঠে রাইসিনা হিলস। মোদীকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। ঈশ্বরের নামে শপথ নিয়ে মোদি বললেন, প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রতি কর্তব্য পালন করবেন। এর পর মন্ত্রী হিসাবে রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি শপথ নিলেন। গত মন্ত্রিসভায় তাঁরা যথাক্রমে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সড়ক পরিবহন মন্ত্রকের দায়িত্ব সামলাতেন।
এরপর একে একে কেবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ইন্দ্রজিৎ সিং, সি আর পাটিল, চিরাগ পাসওয়ান, জি কিষেণ রেড্ডি, মনসুখ মাণ্ডব্য, হরদীপ সিং পুরী, কিরেণ রিজিজু, অন্নপূর্ণা দেবী, গজেন্দ্র সিং শেখাওয়াত, ভূপেন্দ্র যাদব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গতবারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, গিরিরাজ সিং, জুয়াল ওরাওঁ, প্রহ্লাদ জোশী, রামমোহন নায়ডু, বীরেন্দ্র কুমার, সর্বানন্দ সোনওয়াল, জিতনরাম মাঁঝি, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, এইচ ডি কুমারস্বামী, নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, গত সরকারের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মন্ত্রী হিসাবে শপথ নিলেন নির্মলা সীতারমণ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এরপর প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জিতেন্দ্র সিং, রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চৌধুরী। এই। পদে শপথ নিলেন প্রতাপরাও গণপতরাও যাদব, অর্জুন রাম মেঘওয়াল শপথ নিলেন স্বাধীন প্রতিমন্ত্রী হিসাবে। প্রতিমন্ত্রী পদে শপথ নেন জর্জ কুরিয়ান, মুরলিধর মহলের, হর্ষ মালহোত্রা, ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা, রাজভূষণ চৌধরী। প্রতিমন্ত্রী পদে শপথ ছত্তিশগড়ের তোখান শাহু, মধ্যপ্রদেশের সাবিত্রী ঠাকুর, সুকান্ত মজুমদার, নিখিল খাড়সের, দুর্গাদাস উইকের, রবনীত সিং বিট্টু। প্রতিমন্ত্রী পদে রাঁচি থেকে শপথ নেন সঞ্জয় শেঠ। এছাড়াও প্রতিমন্ত্রী পদে শপথ নেন সতীশচন্দ্র দুবে, ভগীরথ চৌধরী, কমলেশ পাসোয়ান, পণ্ডিত সঞ্জয় কুমার। রাষ্ট্রপতি ভবনে প্রতিমন্ত্রী পদে শপথ অজয় টামটা, এল মুরুগান, সুরেশ গোপী। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বনগাঁর জয়ী প্রার্থী শান্তনু ঠাকুর। এই নিয়ে দ্বিতীয়বার মন্ত্রী পদে আসীন হলেন তিনি। এর আগে জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর। এর আগেই প্রতিমন্ত্রী পদে শপথ বিএল বর্মা, কীর্তিবর্ধন সিং, শোভা করন্দলাজ। আগ্রার জয়ী প্রার্থী বিজেপির পি সিং বাঘেল প্রতিমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন। এদিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রেমা স্বামী চন্দ্রশেখর, ভি সোমান্না, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল । প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন উজিয়ারপুর কেন্দ্র থেকে জয়ী নিত্যানন্দ রাই। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে রাইসিনা হিলসে শপথগ্রহণ করেন রামনাথ ঠাকুর, রামদাস আঠওয়ালে, কৃষ্ণ পাল গুরজার, পঙ্কজ চৌধুরী। নর্থ গোয়া কেন্দ্রের জয়ী সাংসদ শ্রীপাদ নায়কও প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেলেন।
নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে রবিবার সন্ধ্যায় বসেছিল চাঁদের হাট। হাজির শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানিরা। অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সাত দেশের রাষ্ট্রপ্রধান হাজির মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন