Revenue Tripura : জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে পশ্চিম জেলায় বিশেষ আদালত, একদিনেই নিষ্পত্তি হলো ৩০ টি মামলা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Revenue Tripura : জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে পশ্চিম জেলায় বিশেষ আদালত, একদিনেই নিষ্পত্তি হলো ৩০ টি মামলা

Share This

 


আগরতলা, ২২ জুন : রাজস্ব সংক্রান্ত মামলার জন্য  এখন থেকে প্রায় তিন চার মাস প্রত্যেক শনি ও রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে বসবে আদালত। যাদের জমি সংক্রান্ত সমস্যা রয়েছে তারা জেলাশাসকের কোর্টে সমস্যার সমাধানের জন্য আসতে পারবেন। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার একথা জানান । শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে প্রায় তিন হাজার রাজস্ব সংক্রান্ত মামলা রয়েছে।  এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ রাজস্ব আদালতের আয়োজন করা হয়েছে।  


বিশেষ রাজস্ব আদালতের বিষয়ে জেলাশাসক বিস্তারিতভাবে জানাতে গিয়ে বলেন, সাধারণ নাগরিক যখন জমি সংক্রান্ত বিষয়ে পর্চা বের করেন, তখন কোন না কোন ভাবে তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি দেখা দেয় । এগুলোর সংশোধনের জন্য তারা আইনের ৯৫ নম্বর ধারা অনুযায়ী মামলা করেন। এই মামলাগুলো চলে যায় রাজস্ব সংক্রান্ত কোর্টে। বর্তমানে শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায় এই সংক্রান্ত পেন্ডিং মামলার সংখ্যা ৩০০০ এর উপর। এতে সাধারণ নাগরিকদের যে অসুবিধা হচ্ছে তার গুরুত্বের কথা চিন্তা করে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন শনি ও রবিবার বিশেষ রাজস্ব আদালত চালানোর সিদ্ধান্ত নেয় । এতে করে আগামী তিন-চার মাসের মধ্যে সবগুলো মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলাশাসক ডঃ বিশাল কুমার। 


জেলাশাসক জানান, বিশেষ রাজস্ব আদালত বসছে বলে নিয়মিত আদালত বন্ধ থাকবে না। তাও নিয়ম অনুযায়ী ধারাবাহিকভাবে চলতে থাকবে। উল্লেখযোগ্যভাবে আজ প্রথম দিনেই বিশেষ রাজস্ব আদালতে সর্বমোট ৪০ টি মামলা ছিল এর মধ্যে ৩০ টির  নিস্পত্তি হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।




International Yoga Day : হাঁপানিয়ায় যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad