আগরতলা, ২৩ জুন : ত্রিপুরা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কুইন আনারস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার আখাউড়া চেক পোস্ট থেকে অর্ধ টন আনারস বুঝাই লরি ঢাকার উদ্দেশ্যে পাড়ি দেয় । উপস্থিত ছিলেন বিএসএফ, বিজিবি এবং দুই দেশের পদস্থ আধিকারিকরা।
আখাউড়া সীমান্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হর্টিকালচার দপ্তরের অধিকর্তা ডঃ দীপক বৈদ্য জানান, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা তথা ভারতের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তাকে আরো মজবুত করার লক্ষ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ত্রিপুরার ঐতিহ্যবাহী ফল আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পাঠানোর সিদ্ধান্ত নেন। তিনি জানান এদিন একটি লরিতে ১০০ টি বাক্সে করে আনারস পাঠানো হচ্ছে, প্রত্যেকটি বাক্সে ছটি করে আনারস রয়েছে, প্রত্যেকটি আনারসের ওজন গড়ে ৭৫০ গ্রাম অর্থাৎ অর্ধটন আনারস এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে পাঠানো হয়।
হর্টিকালচার দপ্তরের অধিকর্তা আরো জানান, ত্রিপুরায় উল্লেখযোগ্যভাবে উৎপাদিত অত্যন্ত সুস্বাদু কুইন আনারস জিআই ট্যাগ সমৃদ্ধ । এটা ত্রিপুরার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইতিমধ্যে এই আনারস বিশ্ববাজারেও সমাদৃত হয়েছে। এই আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানোর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের আরো উন্নতি হবে বলে আশা ব্যর্থ করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন