Parliament of India : অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরু, লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন মোদী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Parliament of India : অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরু, লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন মোদী

Share This


 নতুন দিল্লি, ২৪ জুন : অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুতেই সোমবার নব নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার নেতা হিসাবে সর্বপ্রথম শপথ নেন। প্রোটেম স্পিকার ভর্ত্রুহরি মহতাব শ্রী মোদীকে শপথবাক্য পাঠ করান।


এদিন সংসদ ভবনের বাইরে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, স্বাধীনতার পর এই প্রথম সাংসদরা নতুন সংসদ ভবনে শপথ নিচ্ছেন। এবারের লোকসভা ভোট অন্যতম উল্লেখযোগ্য কারণ, স্বাধীনতার পর থেকে এই দ্বিতীয়বার দেশের মানুষ কোনো সরকারকে তৃতীয়বারের জন্য দেশ সেবার এবং সরকার গঠনের সুযোগ দিলেন। গণতন্ত্রের সম্মান বজায় রেখে বিরোধীরা সুষ্ঠুভাবে সরকার চালাতে উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এবং দেশের সেবায় ও প্রত্যেককে একসঙ্গে নিয়ে মানুষের আশা আকাঙ্খা পূরণ করার উদ্দেশে অষ্টাদশ লোকসভার অধিবেশন আজ শুরু হয়েছে। সংসদের বাইরে শ্রী মোদী সাংবাদিকদের জানান, সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠাতার প্রয়োজন। কিন্তু একটি দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঐকমত্য। তাঁর সরকার চায়, প্রত্যেককে একসঙ্গে নিয়ে এবং সংবিধানের পবিত্রতা বজায় রেখে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে।



এদিকে সংসদের অধিবেশনের প্রথম দিনই বিরোধী আইএনডিআইএ সাংসদরা সংবিধানের প্রতিলিপি হাতে সংসদে পৌঁছন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, বাম সহ অন্যান্যরা সংসদভবন চত্বরে জমা হন। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, ডিএমকে নেতা টি আর বালু, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জী প্রমুখ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad