কোলকাতা, ২১ জুলাই : কোটা নিয়ে বাংলাদেশের হাই কোর্টের রায় বাতিল হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। কোর্টের রায়ে বলা হয়, কোটার নতুন বিন্যাস হবে - মেধা ৯৩%; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ও নাতিপুতি ৫%, প্রতিবন্ধী ১%, অনগ্রসর জাতিগোষ্ঠী ১%। সরকারকে ৩ মাসের মধ্যে নতুন কোটা ব্যবস্থার গেজেট জারির নির্দেশ আপিল বিভাগের। রায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেছেন, কোটা সরকারি নীতিগত সিদ্ধান্তের বিষয়, তথাপি এক্ষেত্রে হস্তক্ষেপ করতে হচ্ছে। তিনি আশাপ্রকাশ করেন শিক্ষার্থীরা মেনে নেবে, আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে যাবে।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ৭১-এর মুক্তি যুদ্ধের শরিক নাগরিকদের আত্মীয়দের সংরক্ষণ ৩০ শতাংশের বদলে হবে ৫ শতাংশ। জনজাতিদের জন্য সংরক্ষিত থাকবে ১ শতাংশ এবং প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ। কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট বে-আইনী আখ্যা দিয়েছে বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল A M আমিনুদ্দিন সংবাদ একটি সংস্থা-কে জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮-য় শেখ হাসিনা সরকার কোটা ব্যবস্থা বাতিল করলেও গত মাসে সেই নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্ট।
বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইতোমধ্যেই সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে মৃত্যু হয়েছে শতাধিক বিক্ষোভকারীর। আহতের সংখ্যা কয়েক হাজার। যদিও সরকারীভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি। দেশজুড়ে বলবৎ থাকা কার্ফিউ-এর মেয়াদ বাড়ানো হয়েছে। হিংসা নিয়ন্ত্রণে আনতে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
অপরদিকে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলন চরম হিংসাত্মক রূপ নেওয়ার পর প্রায় এক হাজার ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ৭৭৮ জন ভারতীয় ছাত্রছাত্রী বিভিন্ন স্থলবন্দর দিয়ে এবং প্রায় ২০০ ছাত্রছাত্রী ঢাকা ও চট্টগ্রাম থেকে বিমান যোগে দেশে ফিরেছেন। ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সহকারী হাইকমিশন পড়ুয়াদের দেশে ফেরাতে সাহায্য করছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪ হাজাররেও বেশি ভারতীয় ছাত্রছাত্রী রয়েছে। ভারতীয় হাইকমিশন তাদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রেখে চলেছে। নেপাল এবং ভুটানের অনুরোধে সেদেশের ছাত্রছাত্রীদেরও ভারতীয় হাইকমিশন থেকেই সাহায্য করা হচ্ছে। সড়ক পথে স্থলবন্দরে যাওয়ার জন্য ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন