Kargil Vijay Diwas : ২৫তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে কার্গিলের যুদ্ধ স্মৃতি সৌধে প্রধানমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Kargil Vijay Diwas : ২৫তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে কার্গিলের যুদ্ধ স্মৃতি সৌধে প্রধানমন্ত্রী

Share This

 


নতুন দিল্লি, ২৬ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ২৫তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে কার্গিল যুদ্ধ স্মৃতি সৌধে যান। কর্তব্য পালন করতে গিয়ে যে জওয়ানরা সর্বোচ্চ আত্মবলিদান দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান শ্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেক ভারতীয়ের কাছে এটি একটি বিশেষ দিন। যারা দেশকে রক্ষা করেন তাঁদের প্রতিও শ্রদ্ধা জানানোর দিন। 


এক‌ই সাথে প্রধানমন্ত্রী আজ শিনকুন লা সুড়ঙ্গ প্রকল্পেরনির্মাণের কাজও শুরু করবেন। লেহ-র সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ। ৪.১ কিলোমিটার দীর্ঘ টুইন টিউব টানেলটি নিমু-পাদুম-দারচা রোডে প্রায় ১৫ হাজার ৮০০ফুট উচ্চতায় নির্মিত হবে যাতে লেহ-তে সমস্ত আবহাওয়ার যোগাযোগ বজায় থাকে। নির্মাণ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু টানেল।


এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কার্গিল বিজয় দিবস উপলক্ষে বীর সেনানীদের শৌর্য্যকে স্মরণ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ লেখেন, হিমালয়ের দূর্গম অঞ্চলে যে ভাবে সেনা জওয়ানরা বীরত্বের প্রদর্শন করে শত্রুপক্ষকে পিছু হঠতে বাধ্য করেছিল তার জন্য দেশ কৃতজ্ঞ। দেশ বাসী তাদের আত্মবলিদান ও সাহসের কথা কোনদিন ভুলবে না বলেও উল্লেখ করেন তিনি।




Parliament of India : ২৫তম কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে আলোচনা হলো জম্মু-কাশ্মীরের বাজেট নিয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad