Parliament of India : ২৫তম কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে আলোচনা হলো জম্মু-কাশ্মীরের বাজেট নিয়ে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Parliament of India : ২৫তম কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে আলোচনা হলো জম্মু-কাশ্মীরের বাজেট নিয়ে

Share This


 কোলকাতা, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ২৫তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখে কার্গিল যুদ্ধ স্মারকে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাবেন।ভার্চুয়ালি শিনকুন লা টানেল প্রকল্পের কাজের সূচনাও করবেন তিনি।  নিমু-পাদুম-দারচা রোডে ৪.১ কিলোমিটার দীর্ঘ এই টানেলের উচ্চতা হবে  প্রায় পনের হাজার ৮০০ ফুট। এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু টানেল। এর ফলে সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে যেমন সুবিধা হবে তেমনই লাদাখে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও তরান্বিত হবে।  


সংদের উভয় কক্ষে আজও সাধারণ বাজেট এবং জম্মু-কাশ্মীরের বাজেট নিয়ে আলোচনা চলছে। বাজেট নিয়ে আলোচনার সময়, গতকাল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করেছে কংগ্রেস ও তৃণমূল।  লোকসভায়, আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও কংগ্রেস সাংসদ গৌরব গগৈর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।  সকালে, লোকসভার বৈঠক বসলে কংগ্রেস ও তৃণমূল বিষয়টি উত্থাপন করে এবং  অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। সংসদ বিষয়ক মন্ত্রী করেন ঋজুজু বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর মন্তব্য লোকসভার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। অধ্যক্ষ ওম বিড়লা জানান,  সংশ্লিষ্ট সাংসদকে এই বিষয়ে সাবধান করা হয়েছে।


এর আগে আজ সকালে কংগ্রেসের সাংসদ মনীশ তিওয়ারী সীমান্ত সমস্যা ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা দাবিয়ে আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব আনেন। লোকসভার সেক্রেটারি জেনারেলকে দেওয়া এক চিঠিতে শ্রী তিওয়ারি, ভারত ও চীনের সীমান্ত সংঘর্ষ, সাম্প্রতিক সময়ে সেবা টানেলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে চীনের অসন্তোষ ও অরুণাচলপ্রদেশকে নিজের অংশ বলে চীনের দাবীর বিষয়টিও উল্লেখ করেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad