Nepal Air Crash : কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় মৃত্যু ১৮, আহত ১ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Nepal Air Crash : কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় মৃত্যু ১৮, আহত ১

Share This


 কাঠমান্ডু, ২৪ জুলাই  : নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার একটি ব্যক্তিগত ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। সৌরিয়া এয়ারলায়েন্সের পোখরাগামী বিমানটিতে কর্মী সহ অন্তত ১৯ জন ছিলেন। ১৮ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর। 


আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, টেক অফের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দূর থেকে সেই আগুনেক কালো ধোঁয়া দেখা যায়। মনে করা হচ্ছে, কোনও যাত্রী বা বিমানকর্মী আর জীবিত নেই। ১৮ জনের দেহ উদ্ধার হয়েছে। পরেবিমানচালক মণীশ শাক্যকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে শিনামঙ্গলের একটি হাসপাতালে।


উল্লেখ্য গত বছরের জানুয়ারিতে নেপালে অনুরূপ একটি বেইমান দুর্ঘটনা সংঘটিত হয়।  এতে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান পোখারার কাছেই ধসে পড়ে। তবে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল অনেকটাই বেশি। এ ঘটনায় যাত্রী ও ক্রু সদস্যসহ বিমানের ৭২ জনের সবাই প্রাণ হারান। গভীর খাদে খাদে পড়ে ভেঙে গিয়ে আগুন ধরে যায় বিমানটিতে।  তার আগে ২০২২ সালে ২৯ মে বিমানসংস্থা তারা এয়ারের একটি বিমান মুস্তাং জেলায় ভেঙে পড়ে। সেবার মৃত্যু হয় ২২ জনের। প্রায় প্রতিবছরই বিমান দুর্ঘটনার খবরে বিমান যাত্রায় অনেকটাই উদ্বেগ দেখা দিয়েছে দেশের বিমান যাত্রীদের মধ্যে।




Union Budget 2024 : তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী, ২০২৪-২৫ এর বাজেট বিকশিত ভারতের লক্ষ্যে সামগ্রিক বিকাশ বললেন প্রধানমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad