Union Budget 2024 : তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী, ২০২৪-২৫ এর বাজেট বিকশিত ভারতের লক্ষ্যে সামগ্রিক বিকাশ বললেন প্রধানমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Union Budget 2024 : তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী, ২০২৪-২৫ এর বাজেট বিকশিত ভারতের লক্ষ্যে সামগ্রিক বিকাশ বললেন প্রধানমন্ত্রী

Share This


নতুন দিল্লি, ২৩ জুলাই :
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার লোকসভায় তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ করেছেন। বাজেটে নতুন কর্মশক্তিকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর নামে নতুন পাঁচটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি। চলতি আর্থিক বছরে সাধারণ বাজেটে আয়কর কাঠামো পরিবর্তন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন।  নতুন কর কাঠামোয় তিন লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ, সাত থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ১০, ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ, ১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ আয়করের প্রস্তাব করা হয়েছে।


কেন্দ্রীয় অর্থমন্ত্রী কৃষি, কর্ম সংস্থান ও গ্রামোন্নয়নের ওপর বিশেষ জোর দিয়ে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। বাজেটের ফলে ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোন চার্জার, সোলার প্যানেল ও চর্মজাত জিনিসপত্রের দাম কমছে।  অর্থমন্ত্রী এই বাজেটে ৯ টি অগ্রাধিকারের ক্ষেত্র ঘোষণা করেছেন। নতুন কর্মশক্তিকে উত্সাহিত করতে এক মাসের বেতন দেওয়ার কথা বলা হয়েছে।


চলতি অর্থবর্ষে কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের জন্য ১ লক্ষ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন। তিনি বলেন, আগামী দু বছরে সরকার ১ কোটি কৃষককে প্রাকৃতিক চাষে উৎসাহ জোগাবে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে গবেষনার কাজে জোর দেওয়া হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, ডাল ও তৈলবীজে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ কৌশল গ্রহণ করা হয়েছে। ১০ হাজার চাহিদা ভিত্তিক জৈব সম্পদ কেন্দ্র স্থাপন করা হবে।


 সরকার, দরিদ্র, মহিলা, যুব এবং কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে শ্রীমতি সীতারামন বলেন, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ ৫ বছর বাড়ানোয় ৮০ কোটির বেশী মানুষ উপকৃত হয়েছেন। দেশে খাদ্য নিরাপত্তা আরো জোরদার করতে ১শো৯ টি নতুন উচ্চ ফলনশীল এবং জলবায়ু অনুকূল শষ্য চাষে জোর দেওয়া হচ্ছে। খরিফ শষের  জন্য ৪শোটি জেলায় ডিপিআইয়ের মাধ্যমে ডিজিটাল সমীক্ষা চালানো হবে। ৬ কোটি কৃষকে এবং তাঁদের জমি সংক্রান্ত তথ্য ফার্মার অ্যান্ড ল্যান্ড রেজিস্ট্রির আওতায় আনা হবে বলে অর্থমন্ত্রী জানান।


প্রধানমন্ত্রী সূর্য ঘর নামক সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করা হচ্ছে। এর আওতায় ১ কোটি বাড়িতে প্রতিমাসে ৩শো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পৌঁছে দিতে রুফটপ সোলার প্যানেল লাগানো হবে। জনজাতি উন্নয়নে ৬৩ হাজার গ্রামকে বিশেষ অর্থ প্রদান করা হবে বলেও বাজেটে ঘোষণা রয়েছে।



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০২৪-২৫এর কেন্দ্রীয় বাজেট, বিকশিত ভারতের লক্ষ্যে সামগ্রিক বিকাশ, সমাজের সমস্ত স্তরের মানুষের উন্নয়ন এবং উন্নত ভারত গড়ার রাস্তা প্রশস্ত করবে। তিনি বলেন, সরকার কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ  প্রকল্প ঘোষণা করেছে যার ফলে দেশে কয়েক কোটিনতুন চাকরির সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয় বাজেটের ওপর একটি ভিডিও মেসেজে তিনি বলেছেন এই বাজেট, নতুন সুযোগ ,নতুন শক্তি, নতুন কর্মসংস্থান এবং স্বনিযুক্তির সুযোগ নিয়ে আসবে। এই বাজেট বিকাশ হার ত্বরান্বিত করবে এবং দেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি অর্থমন্ত্রী নির্মলা এবং তার পুরো দলকে এই বাজেটের জন্য ধন্যবাদ জানান।


প্রধানমন্ত্রী বলেন, বাজেটে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে সহজ শর্তে ঋণ দেওয়ার নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, এতে মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষ উপকৃত হবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধির রেকর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন ,এবারের বাজেটে এই ক্ষেত্রকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলাহয়েছে। ভারতের প্রতি বিশ্বের আকর্ষণ ক্রমবর্ধমান, ফলে পর্যটন শিল্পেও নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে।


অপরদিকে ২০২৪-২৫ বাজেটে রেলের জন্য যা বরাদ্দ  করা হয়েছে ,তা ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, এবারের বাজেটে রেলের জন্য ২ লক্ষ ৬২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর ফলে রেলের উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। মোট বাজেটের মধ্যে এক লক্ষ ৮ হাজার কোটি টাকারও বেশি সুরক্ষা খাতে ব্যয় করা হবে। ২০১৪ সালের আগে রেলের জন্য বরাদ্দ ছিল মাত্র ৩৫ হাজার কোটি টাকা।




Parliament Session : কর্মচারীদের স্বার্থে অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব নেই, আগামীকাল ২০২৪-২৫-অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad