Indo-Bangla Land Port : রাজ্যপালের শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন, গোমতী নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে রাখলেন আহ্বান - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Indo-Bangla Land Port : রাজ্যপালের শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন, গোমতী নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে রাখলেন আহ্বান

Share This


 আগরতলা, ২২ সেপ্টেম্বর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার সকালে সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানে পৌঁছানোর পর তাকে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর রাজ্যপাল শ্রীমন্তপুরে গোমতী নদীতে নির্মিত জেটি পরিদর্শন করেন এবং গঙ্গাপূজায় অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে রাজ্যপাল ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত বিজিবির সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং মিষ্টি বিতরণ করেন। তাছাড়াও তিনি শ্রীমন্তপুর স্থলবন্দর কার্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাজ্যপাল স্থলবন্দরের সংস্কার ও সুরক্ষা বৃদ্ধির জন্য শ্রীমন্তপুর স্থলবন্দরের ভারপ্রাপ্ত ম্যানেজার দেবাশিস নন্দী এবং বিএসএফ-এর ডিআইজিকে নির্দেশ দেন।


রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এরপর শ্রীমন্তপুর স্থলবন্দরের মিলনায়তনে একটি সভায় অংশগ্রহণ করেন। সভায় রাজ্যপাল স্থলবন্দরের কার্যপ্রণালী, দু'দেশের নাগরিকদের যাতায়াত সহ অন্যান্য বিষয় সম্পর্কে অবগত হন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাজ্যপাল গোমতী নদীকে দূষণের হাত থেকে রক্ষা ও নদীর দু'পাশে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ব নদী দিবস উপলক্ষে তিনি আজ গোমতী নদীর তীরে অনুষ্ঠিত গঙ্গাপূজায় অংশগ্রহণ করেন বলে জানান। পরিদর্শনকালে রাজ্যপালের সাথে ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিএসএফ-এর ডিআইজি রাজীব অগ্নিহোত্রি প্রমুখ। রাজভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।




Urban Livelihood Mission : রাণীরবাজারের গীতাঞ্জলী টাউনহলে ঋণ প্রদান অনুষ্ঠান, ৭৩টি স্বসহায়ক দলের হাতে ঋণ তুলে দিলেন পর্যটনমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad