Suspected Leprosy : ধলাই জেলায় সন্দেহভাজন কুষ্ঠ রোগীর বাড়ি পরিদর্শনে স্বাস্থ্যকর্মী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Suspected Leprosy : ধলাই জেলায় সন্দেহভাজন কুষ্ঠ রোগীর বাড়ি পরিদর্শনে স্বাস্থ্যকর্মী

Share This

 


আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : জাতীয় কুষ্ঠ রোগ নির্মূলিকরণ কর্মসূচির অধীনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কুষ্ঠ রোগীদের বাড়িতে গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সহ কুষ্ঠ রোগ শনাক্তকরণের জন্য সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে গিয়ে স্ক্রিনিং করছেন। গত ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ধলাই জেলার জেলা কুষ্ঠ আধিকারিক ডাঃ প্রীতম দেববর্মার নেতৃত্বে একটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর দল দুইজন সন্দেহভাজন কুষ্ঠ রোগীদের বাড়িতে পরিদর্শনে যান। এদের মধ্যে একজন ছিলেন টিআরটিসি পাড়ার বাসিন্দা ও অপরজন ছিলেন আমবেদকর নগরস্থিত টিআরটিসি পাড়ার বাসিন্দা। 


পরিদর্শনকালে কুষ্ঠ রোগ সন্দেহভাজন দুই ব্যক্তিকে কুষ্ঠ রোগ নিশ্চত করার জন্য জাতীয় কুষ্ঠ নির্মূলকরণ কর্মসূচির অধীনে ধলাই জেলা হাসপাতালে বিনামূল্যে স্লিট স্কিন স্মেয়ার টেস্ট করার পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি তাদের জাতীয় ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের অধীনে প্রতি বুধবার জেলা হাসপাতালে হেপাটাইটিস ক্লিনিকে গিয়ে বিশেষজ্ঞের পরামর্শে কোনও লিভারের সমস্যাজনিত স্ক্রিনিংয়ের জন্য বিনামূল্যে পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করার পরামর্শও প্রদান করা হয়। 


এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট নিউক্লিয়াস সেল সুব্রান্ত দেব, ডলুবাড়ি আয়ুষ্মান আরোগ্যে মন্দিরের এমপিডব্লিও সজল বৈদ্য ও এলাকার আশাকর্মীরা। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।





Thinking Day : বাধারঘাটে রাজ্যভিত্তিক চিন্তন দিবস অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad