আগরতলা, ১২ মার্চ : শিক্ষা দপ্তর এবং খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরে মোট ১৫৩টি শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১০ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, শিক্ষা দপ্তরের অধীন রাজ্যের বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে পঠনপাঠন সহ কম্পিউটার সম্পর্কে জ্ঞান বর্ধনে টিআরবিটি-র মাধ্যমে ১১৮টি (পিজিটি) কম্পিউটার সায়েন্স শিক্ষক পদে নিয়োগ করা হবে।
খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরে ৩৫টি সিনিয়র স্টোর গার্ড (গ্রুপ-সি) শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। তিনি জানান, এই পদে ন্যূনতম যোগ্যতা থাকবে মাধ্যমিক পাস সেইসঙ্গে আনুষঙ্গিক অভিজ্ঞতা লাগবে।জেআরবিটি-র মাধ্যমেই এই সিনিয়র স্টোর গার্ড পদে নিয়োগ করা হবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সামাজিক মাধ্যমে এক পোষ্ট অনুযায়ী আগরতলার বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (গ্রান্ট-ইন-এইডেড) এর জন্য ৭ টি টেকনিক্যাল পোস্ট (পিজিট- ৫, জিটি-১, সিনিয়র ইন্সট্রাক্টর- ১) পদেও নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। একই সাথে ত্রিপুরা স্টেইট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এর জন্য ৬টি সিনিয়র ম্যানেজার (ফিন্যান্স)- এর পদ সৃষ্টি করা হয়েছে । এই ৬টি পদের মধ্যে ৪টি পূরণ করা হবে পদোন্নতির মাধ্যমে, আর ২টি পদ পূরণ করা হবে সরাসরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন