ChampionsTrophy : চ্যাম্পিয়ন ট্রফির খেতাব ভারতের হাতে, ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের মুকুট পরলো ভারত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

ChampionsTrophy : চ্যাম্পিয়ন ট্রফির খেতাব ভারতের হাতে, ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের মুকুট পরলো ভারত

Share This


 নতুন দিল্লি, ৯ মার্চ : দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে টস জিতে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তুলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৬ উইকেটে ২৫৪ তুলে চার উইকেট এ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ঘরে তুলে ভারত। সঙ্গে সঙ্গে বিজয়ের উল্লাসে মেতে ওঠে গোটা দেশ। ক্রিকেট প্রেমীরা রাস্তায় নেমে পারেন আনন্দ উল্লাসে বাজে পটকা ফাটিয়ে ভারতীয় দলকে এই বিজয়ের জন্য শুভেচ্ছা জানান।


আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হয় ভারতীয় সময় দুপুর আড়াইটেয়।  দুবারের চ্যাম্পিয়ন ভারত এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘরে তুলে। 


অন্যদিকে, একবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে তৃতীয়বার ফাইনাল খেলতে নামছে। ২০০০ সালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো নিউজিল্যান্ড। ২৫ বছর পর ফের এই দুই দল ফাইনালে মুখোমুখি হয়। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থাকে ভারত। 


এই জয়ের সুবাদে ভারত তৃতীয় বারের জন্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেটের খেতাব জয় করেছে।  জয়ের জন্য ২৫২ রানের  লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত চার উইকেট হাতে রেখেই ১ ওভার বাকি থাকতে ২৫৪ রান করে। দুবাইয়ে আজ ফাইনালে টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে। নিউজিল্যান্ডের পক্ষে ড্যারিল মিচেল ৬৩, রবীন্দ্র৩৭, ফিলিপ্স ৩৪ এবং মাইকেল ব্রেসওয়েল অপরাজিত ৫১ রান করেন। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব দুজনেই দুটি উইকেট নেন। এর জবাবে ভারত ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং শুভমন গিল অনবদ্য ইনিংসের সূচনা করেন। প্রথম উইকেটে জুটিতে যোগ হয় ১০৫ রান। রোহিত শর্মা ৭৬, শুভমন গিল ৩১, শ্রেয়স আইয়ার ৪৮, অক্ষর প্যাটেল ২৯, হার্দিক পান্ডিয়া ১৮ রান করেন। কে এল রাহুল ৩৪ এবং রবীন্দ্র জাডেজা ৯ রানে অপরাজিত থাকেন।





Present Tripura Govt : রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বর্তমান সরকারের দু'বছর পূর্তি অনুষ্ঠান, সাফল্য পুস্তিকা ও ফোল্ডারের আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad