Foreign Affairs : পাঁচ দিনের ভারত সফরে নতুন দিল্লিতে পৌঁছলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Foreign Affairs : পাঁচ দিনের ভারত সফরে নতুন দিল্লিতে পৌঁছলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Share This


 নতুন দিল্লি, ১৬ মার্চ : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সান রবিবার বিকেলে পাঁচ দিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছলেন। তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী প্রবীণ, আধিকারিক, ব্যবসায়ী সাংবাদিক এবং সেদেশে বসবাসকারী ভারতীয় সদস্যের একটি দল সহ এক উচ্চপর্যয়ের প্রতিনিধিদল। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন। ভারত নিউজিল্যান্ড সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা হবে। 


নতুন দিল্লি সূত্রে খবর, দশম রায় সিনা ডায়লগ ২০২৫ এর প্রধান অতিথি হিসেবে লোকসান উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুম্বাইতে ও যাবেন এবং সেখানে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এই সফর। বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের সহযোগিতা বৃদ্ধি এবং মানুষে-মানুষে সম্পর্ক আরো দঢ় করার লক্ষ্যেই লুক্সানের ভারত সফর।


উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাইসিনা ডায়ালগের ১০ম সংস্করণ উদ্বোধন করবেন, যেখানে প্রধান অতিথি হয়ে থাকবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন।  তিনি উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন এবং "কালচক্র" থিমের উপর মূল বক্তব্য রাখবেন। রাইসিনা ডায়ালগ হল ভূ-রাজনীতি এবং ভূ-অর্থনীতির উপর ভারতের প্রধান সম্মেলন, যা আন্তর্জাতিক মঞ্চে সম্মুখীন হওয়া সবচেয়ে কঠিন সমস্যাগুলি মোকাবিলা করার জন্যই আয়োজন করা হয়েছে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad