Ram Navami : রামনবমী উপলক্ষে আগরতলার বিভিন্ন স্থানে বাইক রেলি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Ram Navami : রামনবমী উপলক্ষে আগরতলার বিভিন্ন স্থানে বাইক রেলি

Share This


 আগরতলা, ০৬ এপ্রিল : গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল রামনবমী। ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে আগরতলার বিভিন্ন স্থান থেকে বের হয় সুদৃশ্য মাইক্রেল। এর মধ্যে সনাতন যুবকরা এদিন একটি সুবিশাল বাইক রেলি বে করে ভাটি অভয়নগর ঋষি পল্লী থেকে। প্রথমে তাঁরা ভগবান রামকে পুজো দেয়। তারপর বাইক রেলিতে অংশগ্রহণ করেন এতে উল্লেখযোগ্য সংখ্যক যুবা  বাইক নিয়ে অংশগ্রহণ করেন ।  জাতি-জনজাতি সকল ধর্মের অংশের লোকজন যাতে পাশাপাশি সহাবস্থানে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করতে পারে, এই বার্তা ছড়িয়ে দেবার উদ্দেশ্যেই এই রেলির আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।




এদিকে আজ ৬ই এপ্রিল বিজেপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৮টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিনের যোগদান অনুষ্ঠানে ২৮৩ পরিবারের ৮৫৭জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন।




Art and Craft : আর্ট কলেজে ৩ দিনব্যাপী প্রথম বিপুল চারু ও কারু কলা উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই উৎসব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad