Waqf Protests : ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কৈলাসহরে মিছিলকে কেন্দ্র করে অশান্তি, কাঁদানো গ্যাস ছাড়তে বাধ্য হলো পুলিশ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

Waqf Protests : ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কৈলাসহরে মিছিলকে কেন্দ্র করে অশান্তি, কাঁদানো গ্যাস ছাড়তে বাধ্য হলো পুলিশ

Share This

 


কৈলাশহর, ১২ এপ্রিল : ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবীতে কৈলাশহর কুবঝার এলাকায় মিছিলকে কেন্দ্র করে পুলিশ এবং মিছিল কারীদের মধ্যে হলো হাতাহাতি ও খন্ড যুদ্ধ। এতে আহত হলো পুলিশ সহ বেশ কয়েকজন আন্দোলনকারী। পরে কাঁদানো গ্যাস ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।


জানা গেছে শনিবার কৈলাসহর টিলাবাজার থেকে  মিছিলটি শুরু হয়ে কুবঝার এলাকায় আসার পর পুলিশের সাথে ধস্তা ধস্তি শুরু হয় প্রথমে, পুলিশের দুটি বেরিগেট ভেঙ্গে শহরের উদ্দেশ্যে উক্ত মিছিলটি প্রবেশ করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরবর্তী সময় আন্দোলনকারীরা ইট পাটকেল মারতে শুরু করে যার ফলে খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়ে বেশ য়েকজন সাংবাদিক, একাধিক পুলিশ কর্মী সহ কিছু আন্দোলনকারী। পরবর্তী সময়ে পুলিশ টিয়ার গ্যাস ফাটায়। এদিন প্রচুর উত্তেজিতদের উপস্থিতি লক্ষ্য করা যায় মিছিলে। তারা একসময় ভাঙচুর ও ইটপাটকেল ছুঁড়তে শুরু করে, এতে পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করে। 


 ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিআইজি রতিরঞ্জন দেবনাথ, ঊনকোটি জেলার পুলিশ সুপার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি উৎপলেন্দু দেবনাথ,কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী থেকে শুরু করে বিশাল পুলিশ টিএসআর ও সিআরপিএফ জোয়ানরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের ওয়াকফ বিলবিরোধী মিছিলকে কেন্দ্র করে যারা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আইনুক ব্যবস্থার পথে হাঁটছে প্রশাসন। 


 




Development Work : তেলিয়ামুড়ায় মোটরস্ট্যান্ড, ৩টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages