Agriculture : অমরপুর কৃষি মহকুমার নতুন দ্বিতল ভবন উদ্বোধনে কৃষিমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Agriculture : অমরপুর কৃষি মহকুমার নতুন দ্বিতল ভবন উদ্বোধনে কৃষিমন্ত্রী

Share This

 


অমরপুর, ২৭ ম : বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজের মাধ্যমে আরও বেশি করে ফসল উৎপাদন করা সম্ভব। কৃষকগণ আরও বেশি করে যেন ফসল উৎপাদন করতে পারেন সেজন্য রাজ্য সরকার ভর্তুকী মূল্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিতরণ করছে। অমরপুরের কাঁঠালবাগানস্থিত অমরপুর কৃষি মহকুমার নতুন দ্বিতল ভবন উদ্বোধন করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। ১৯ কক্ষ বিশিষ্ট দ্বিতল পাকা ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ২ কোটি ৫ লক্ষ টাকা। কৃষিমন্ত্রী নতুনবাজারে মিডিয়াম মার্কেট শেড এবং রুরাল মার্কেট শেড নির্মাণেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করে খুব সহজেই আত্মনির্ভর হওয়া যায়। নতুন এই অফিসবাড়ি থেকে কৃষকদের আরও বেশি করে প্রশিক্ষণ ও সহায়তার ব্যবস্থা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষি বিশেষজ্ঞগণ কৃষকদের কাছে গিয়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন। কোন কোন মরশুমে কি চাষ করতে হবে, কি সার দিতে হবে, ওষুধ প্রয়োগ করতে হবে এগুলো তারা কৃষকদের অবহিত করবেন। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির জন্য রাজ্য সরকার নতুন নতুন বাজার নির্মাণ করছে। ডালাক বাজারে পাকা বাজার শেড নির্মাণের কাজ চলছে। নতুনবাজারে কৃষি মিডিয়াম মার্কেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ ৩২ হাজার টাকা। রুরাল মার্কেট নির্মাণে ব্যয় হবে ২ কোটি ২০ লক্ষ টাকা। 


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস, অমরপুর বিএসি'র চেয়ারম্যান রবিত্র জমাতিয়া প্রমুখ।





Nazrul Jayanti : নজরুল কলাক্ষেত্রে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad