Fire Incident : হায়দ্রাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৭ জনের মত্যু, প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Fire Incident : হায়দ্রাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৭ জনের মত্যু, প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

Share This

 


নতুন দিল্লি, ১৮ মে :  হায়দ্রাবাদে আজ সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৭ জনের মত্যু হয়েছে। এর মধ্যে বহু মহিলা ও ৭ বছর বয়সী এক শিশু কন্যা আছে বলে জানা গেছে। হায়দ্রাবাদে বিখ্যাত চারমিনারের কাছে একটি বাড়িতে এই আগুন লাগে। ভোর সাড়ে ৬ টার সময় খবর পেয়ে দমকলের ১১ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, গুলজার হাউস এলাকায় একটি দোকানের ওপরে ছাদে কয়েকটি পরিবার থাকতো। তারাই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর ছ’টা নাগাদ চারমিনারের সামনে গুলজার হাউসে আগুন লাগে। প্রথমে একতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন বিল্ডিংয়ের অন্য তলাতেও ছড়িয়ে পরে। ওই বিল্ডিংয়ের নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস। তবে কীভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।


এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরে পাশের বিল্ডিংয়ের ছাদে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পরই ওই বিল্ডিংয়ে থাকা সকলেই ছাদে চলে যান। সেখান থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।  


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদে এই ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৭ জনের মত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। শ্রী মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।


অন্ধ্রপ্রদেশের  মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রী পুন্নম প্রভাকরের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সবরকমের সহযোগীতার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।  







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad