Sundays On Cycle : আগরতলায় 'সানডেস অন সাইকেল' ইভেন্টের আয়োজনে রাজ্যপাল, ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দূষণ মুক্ত ভবিষ্যৎ গড়ে তোলা আবশ্যক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Sundays On Cycle : আগরতলায় 'সানডেস অন সাইকেল' ইভেন্টের আয়োজনে রাজ্যপাল, ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দূষণ মুক্ত ভবিষ্যৎ গড়ে তোলা আবশ্যক

Share This

 


আগরতলা, ২৫ মে : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে উজ্জয়ন্ত প্যালেসের সামনে 'সানডেস অন সাইকেল' ইভেন্টের ফ্ল্যাগ অফ করেন। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, খেলো ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত ফিট ইন্ডিয়া মুভমেন্টের অঙ্গ হিসেবে এই ইভেন্টের মূল উদ্দেশ্য হল ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দূষণ মুক্ত ভবিষ্যৎ গড়ে তোলা। রাজ্যের প্রতিটি জেলাতে এই ধরণের ইভেন্ট আয়োজন করার জন্য স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে উদ্যোগ নেওয়া প্রয়োজন। 


অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, গত ৫ বছরে রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। রাজ্যে সাইক্লিং ট্র্যাক তৈরি করার জন্যও উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, অধিকর্তা এস বি নাথ, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সহ অধিকর্তা লক্ষ্মণ ডোঙ্গারি, নর্থ-ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব জন এফ খারসিং প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যপাল অর্জুন পুরস্কার প্রাপ্ত মন্টু দেবনাথ এবং গোপেশ দেবনাথকে সংবর্ধিত করেন।






NITI Aayog Meeting : নীতিআয়োগের গভর্নিং কাউন্সিলের ১০ম বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad