আগরতলা, ৩০ জুলাই : রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের এক প্রতিনিধিদল বুধবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাৎকারকালে সমাজপতিগণ জনজাতিদের কাস্টমারি ল, বিভিন্ন মন্দিরের উন্নয়ন সহ নানাবিধ বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন এবং তাদের দাবিদাওয়া তুলে ধরেন। মুখ্যমন্ত্রী সমাজপতিদের উদ্দেশে বলেন, সরকার জনজাতিদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে আন্তরিক। সমাজপতিদের পক্ষ থেকে যেসকল দাবি জানানো হয়েছে তা সরকার ধীরে ধীরে পূরণ করবে। তাছাড়া সমাজপতিদের উন্নতির বিষয়টিও সরকারের দৃষ্টিগোচরে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, জম্পুইহিলের বেতলিংশিব বিষয়ে মিজোরাম রাজ্যের সঙ্গে যে সমস্যা চলছে সে সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই জানানো হয়েছে। এ বিষয়ে মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। আগামীদিনে তিনি বেতলিংশিব পরিদর্শন করবেন বলেও উপস্থিত সমাজপতিদের আশ্বস্ত করেন। উল্লেখ্য, ত্রিপুরী, মগ, মুড়াসিং ও রিয়াং জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের প্রতিনিধিদল এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন।
অপরদিকে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ত্রিপুরা টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকারকালে প্রতিনিধিদলের সদস্যরা মুখ্যমন্ত্রীকে স্মারক উপহার দিয়ে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনাকালে রাজ্যের চা শিল্পের বিকাশে সরকারের গৃহীত পদক্ষেপ ও উদ্যোগসমূহ প্রাধান্য পায়। সাক্ষাৎকারের সময় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর মানিকলাল দাস সহ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অঞ্জন দাস, সম্পাদক ভাস্কর প্রসাদ চালিহা সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন