Har Ghar Tiranga : স্বাধীনতা দিবস উপলক্ষে মোহনপুরে অনুষ্ঠিত হবে মেগা ক্যুইজ প্রতিযোগিতা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Har Ghar Tiranga : স্বাধীনতা দিবস উপলক্ষে মোহনপুরে অনুষ্ঠিত হবে মেগা ক্যুইজ প্রতিযোগিতা

Share This

 


মোহনপুর, ৮ আগস্ট : মোহনপুর পুর পরিষদের উদ্যোগে আগামী ১২ আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে মোহনপুর পুর পরিষদ কার্যালয় প্রাঙ্গণে মেগা ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার ২টি লেপটপ, দ্বিতীয় পুরস্কার ২টি টেব, তৃতীয় পুরস্কার ২টি বাই-সাইকেল। এছাড়া উপস্থিত দর্শকদের জন্য থাকছে ওপেন ক্যুইজ। পুরস্কার হিসেবে থাকছে ১৫টি ল্যাপটপ ব্যাগ, ১০টি স্মার্ট ফোন, ১৫টি স্মার্ট ওয়াচ, ৩০টি দেওয়াল ঘড়ি এবং ১০ জনকে ১০০০ টাকা করে পুরস্কার। 

ক্যুইজ এর বিষয় ত্রিপুরার ইতিহাস ও ভারতের স্বাধীনতা আন্দোলন (১৮৫৭-১৯৪৭)। মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবম থেকে একাদশ শ্রেণির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি দলে ২ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে। 


এদিনের ক্যুইজ প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। মোহনপুর মহকুমার মহকুমা শাসক তথা মোহনপুর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুভাষ দত্ত এ সংবাদ জানান।





Handloom Expo 2025 : পূর্বাশার আরবান হাটে ৫ দিনব্যাপী হস্ততাঁত এক্সপো ২০২৫-এর উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad