Crime : এক বছরের শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ TSR জওয়ানের বিরুদ্ধে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : এক বছরের শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ TSR জওয়ানের বিরুদ্ধে

Share This

 


খোয়াই, ৯ আগস্ট : খোয়াইয়ের তুলাশিখর এলাকায় ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। অভিযোগ, ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) দশম ব্যাটালিয়নে কর্মরত জওয়ান রথীন্দ্র দেববর্মা নিজের এক বছরের কন্যাসন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছে।

ঘটনার খবর পেয়েই তুলাশিখর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। অভিযুক্ত পিতাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।


স্থানীয়দের মধ্যে এই নির্মম ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Har Ghar Tiranga : স্বাধীনতা দিবস উপলক্ষে মোহনপুরে অনুষ্ঠিত হবে মেগা ক্যুইজ প্রতিযোগিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad