Crime : বেআইনি আচরণের অভিযোগে থানায় আটক টিপিএসসি চেয়ারম্যান ও তাঁর ছেলে, সাংবাদিকদের দেখালেন ব্যাঙ্গার্থক অঙ্গভঙ্গি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : বেআইনি আচরণের অভিযোগে থানায় আটক টিপিএসসি চেয়ারম্যান ও তাঁর ছেলে, সাংবাদিকদের দেখালেন ব্যাঙ্গার্থক অঙ্গভঙ্গি

Share This

 


আগরতলা, ২৯ ডিসেম্বর : আগেই বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি করা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (টিপিএসসি) চেয়ারম্যান কর্নেল কুশ কুমার শর্মা এবার গুরুতর অভিযোগের মুখে পড়েছেন। রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ার অভিযোগে তাঁকে এবং তাঁর ছেলেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।


ঘটনাটি ঘটে রবিবার রাতে আগরতলার হোটেল পোলো টাওয়ারে। সেখানে প্রবাসী ত্রিপুরাবাসী সামিটে অংশ নিতে এসেছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠান শেষে তিনি যখন হোটেল থেকে বেরিয়ে নিজের গাড়ি সামনে আনতে বলেন, তখন হোটেলের প্রবেশপথে টিপিএসসি চেয়ারম্যানের গাড়িটি দাঁড়িয়ে ছিল। মন্ত্রীর সিকিউরিটি গার্ডরা ওই গাড়িটি সরানোর অনুরোধ জানান।


অভিযোগ, সেই অনুরোধ মানতে অস্বীকার করে উল্টো সিকিউরিটি জওয়ানদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন টিপিএসসি চেয়ারম্যান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি এক নিরাপত্তারক্ষীর কলার ধরে টানেন এবং ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিলেন না।


পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর টিপিএসসি চেয়ারম্যান ও তাঁর ছেলেকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায়। রাতেই মেডিকেল পরীক্ষার জন্য অভিযুক্ত বাপ ছেলেকে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। সেখানেও দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথের সঙ্গেও অভব্য আচরণ করতে । এক প্রকার জোর জবরদস্তি করেই দুজনকে মেডিকেল পরীক্ষা করানো হয়। ঘটনার বিষয়ে অভিযুক্ত টিপিএসসি চেয়ারম্যানের কাছে উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে য়া তাদের সাথেও নানা প্রকার অঙ্গভঙ্গি করা হয়।


গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন সাংবিধানিক পদাধিকারীর এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অনেকে।






Final Farewell : চোখের জলে শেষ বিদায়, ধর্মনগরে শেষকৃত্য সম্পন্ন হলো বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad