আগরতলা, ৩০ ডিসেম্বর : বাংলাদেশি জঙ্গি সংগঠনের এক সক্রিয় সদস্য ধরা পড়ল রাজ্য পুলিশের হাতে। রাজধানী আগরতলার জয়পুর এলাকা থেকে পুলিশের এক বিশেষ তল্লাশি অভিযানে তাকে আটক করা হয়। ধৃতের নাম জাগির মিয়া (৩৩)। সে পশ্চিম থানার অধীন জয়পুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত জাগির মিয়া বাংলাদেশের জঙ্গি সংগঠন “ইমাম মাহমুদে কাফেলা” এর একজন সক্রিয় সদস্য, যা নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জেএমবি (জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ) এর আদর্শিক শাখা হিসেবে পরিচিত। মঙ্গলবার সকালে ত্রিপুরা পুলিশ, আসাম পুলিশ ও অন্যান্য সহযোগী ইউনিটের যৌথ অভিযানে এই গ্রেফতারি হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন