Independence Day : বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ১৫ আগস্ট আগরতলায় পালিত হবে স্বাধীনতা দিবস, যানবাহণ চলাচলে আরোপ থাকবে বিধিনিষেধ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Independence Day : বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ১৫ আগস্ট আগরতলায় পালিত হবে স্বাধীনতা দিবস, যানবাহণ চলাচলে আরোপ থাকবে বিধিনিষেধ

Share This

 


আগরতলা, ১৩ আগস্ট : আগামী ১৫ আগস্ট সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হবে। এই অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজধানী শহরের বিভিন্ন সড়কে আরোপ করা হয়েছে যানবাহন চলাচলে বিধি নিষেধ। আগরতলায় স্বাধীনতা দিবস পালনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসাম রাইফেলস ময়দানে। ঐদিন সকাল ৯টা ১০ মিনিটে আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর পর মুখ্যমন্ত্রী সেলামী প্যারেড পরিদর্শন করবেন এবং সমর শিক্ষার্থী বাহিনীর ক্যাডেট আধিকারিকদের পদক প্রদান করবেন। বন বিভাগের আধিকারিক ও কর্মীদেরও মুখ্যমন্ত্রী পুরস্কৃত করবেন। ৯টা ৫০ মিনিটে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সকাল সাড়ে দশদায় আসাম রাইফেলস ময়দানে পিটি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বাধীনতা দিবস পালন কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আয়োজন করা হয়েছে সারা দিনব্যাপী শহর পরিচ্ছন্নতা কার্যক্রমের। আগামীকাল সকাল ৬টায় অনুষ্ঠিত হবে মহিলাদের জন্য ৩ কিলোমিটার ও পুরুষদের জন্য ৫ কিলোমিটার ওপেন ক্রসক্রান্ট্রি প্রতিযোগিতা। উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে ক্রসক্রান্ট্রি দৌড় শুরু হবে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠান শুরু হবে প্রভাতফেরীর মধ্য দিয়ে। সকাল ৫টায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রভাতফেরীতে অংশ নেবে এবং আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। সূর্যোদয়ের পর বিভিন্ন বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 


স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এদিন সকাল ৭টায় নতুন মহাকরণে সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিন সকাল ৮টায় সার্কিটহাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাআগান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু। সকাল ৮টা ১৫ মিনিটে রাজ্যপাল গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন। এর পর রাজ্যপাল ৮টা ৩৫ মিনিটে এলবার্টি এক্কা পার্কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। এদিন সন্ধ্যা ৫টায় আগরতলা টাউনহলে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় নতুন রাজভবনে আয়োজন করা হয়েছে এটহোম অনুষ্ঠানের।


স্বাধীনতা দিবসের দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত যানবাহন চলাচল এবং পথচারীদের স্বাভাবিক চলাচলের জন্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে কিছু এলাকায় নো পার্কিং জোন এবং যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।


বিজ্ঞপ্তিতে জেলাশাসক জানিয়েছেন, কিছু স্থানে স্কুলের ছাত্রছাত্রীদের গাড়ি ছাড়া সবধরণের ব্যক্তিগত যানবহন/ বাণিজ্যিক যানবাহন। দ্বিচক্র যান/ ই-রিক্সা/ রিক্সা এবং ঠেলাগাড়ি চলাচল করতে পারবে না। স্থানগুলি হল গুর্খাবস্তি থেকে দক্ষিণ দিকে, বুদ্ধমন্দির থেকে উত্তর দিকে, মালঞ্চনিবাস থেকে সার্কিটহাউস। এই বিধিনিষেধ সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত জারি থাকবে। উল্লেখিত সময়ে জিবি হাসপাতালগামী রোগী বহনকারী গাড়ি অভয়নগর বাজার, কুমারীটিলা হয়ে জিবি হাসপাতালে যাবে।


বিজ্ঞপ্তিতে পুরনো রাজভবনের প্রধান গেইট থেকে বুদ্ধমন্দির পর্যন্ত রাস্তার দুইপাশ, বুদ্ধমন্দির থেকে পুরনো এমএলএ হোস্টেল পর্যন্ত (কেন্টনমেন্ট রোড) রাস্তার দুইদিক, বুদ্ধমন্দির থেকে অভয়নগর পোষ্ট অফিস পর্যন্ত রাস্তা নোপার্কিং জোন ঘোষনা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলাশাসক অনুরোধ করেছেন, বিমান যাত্রীগণ যেন দুর্গাচৌমুহনী- বড়জলা রাস্তা (পঞ্চবটী কালিমন্দির হয়ে) ব্যবহার করেন।






Har Ghar Tiranga : উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে বর্ণাঢ্য হর ঘর তিরঙ্গা র‍্যালিতে মুখ্যমন্ত্রী 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad