Flood Relief : হিমাচল প্রদেশে বন্যাদুর্গতদের সহায়তায় ৫ কোটি দিলো ত্রিপুরা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Flood Relief : হিমাচল প্রদেশে বন্যাদুর্গতদের সহায়তায় ৫ কোটি দিলো ত্রিপুরা

Share This

 

হিমাচল প্রদেশে বন্যা পরিস্থিতিতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তিনি গভীর সমবেদনা জানিয়েছেন সেইসব পরিবারকে, যাদের প্রিয়জন এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন।

আগরতলা, ৬ সেপ্টেম্বর: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশ। পাহাড়ি এই রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তিনি গভীর সমবেদনা জানিয়েছেন সেইসব পরিবারকে, যাদের প্রিয়জন এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন। একই সাথে তিনি ওই রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায়, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ত্রাণ হবিলে ৫ কোটি টাকা প্রদানের ঘোষণা দেন।


মুখ্যমন্ত্রী ডা. সাহা জানান, এই কঠিন সময়ে ত্রিপুরার মানুষ হিমাচল প্রদেশের পাশে রয়েছে। ইতিমধ্যেই তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং বিপর্যস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, “ত্রিপুরার জনগণের পক্ষ থেকে আমরা হিমাচল প্রদেশের ভাই-বোনদের প্রতি সংহতি জানাচ্ছি। এই দুর্দিনে আমরা একসঙ্গে আছি।”


ত্রিপুরা সরকারের পক্ষ থেকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করার ঘোষণা দিয়ে তিনি আশা প্রকাশ করেন,  এই আর্থিক সহায়তা হিমাচল প্রদেশে চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল করবে।




Teacher Day-2025 : রবীন্দ্র ভবনে উদযাপিত হলো ৬৪ তম রাজ্যস্তরীয় শিক্ষক দিবস , ৩৬ জন শিক্ষক শিক্ষিকাকে দেওয়া হলো 'শিক্ষক সম্মাননা'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad