![]() |
| ১৪ মাস বয়সী এক শিশুকন্যার হত্যাকাণ্ডে অভিযুক্ত তারই দাদুকে ( মায়ের মামা) গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। আসামের নিলাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। |
আগরতলা, ১২ অক্টোবর : উত্তর ত্রিপুরার পানিসাগর থানার অন্তর্গত এক নৃশংস ঘটনার তদন্তে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ১৪ মাস বয়সী এক শিশুকন্যার হত্যাকাণ্ডে অভিযুক্ত তারই দাদুকে ( মায়ের মামা) গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। আসামের নিলাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ত্রিপুরা পুলিশের সদর দফতর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা প্রায় ৬টার দিকে পানিসাগর থানার উত্তর পদ্মবিল এলাকার বাসিন্দা, অভিযুক্ত ব্যক্তি—যিনি মৃত শিশুটির মাতামহ—শিশুটিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়ায়। পরে নিকটবর্তী একটি কৃষিজমি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১২ অক্টোবর ২০২৫ তারিখে পানিসাগর থানায় মামলা নং 2025PNS047 দায়ের করা হয়। মামলা রুজু হয়েছে ভারতীয় দণ্ডবিধির সমতুল্য ভারতীয় দণ্ড সংহিতা (BNS) ২০২৩-এর ধারা ৬৫(২)/৬৬/১০৩(১)/২৩৮ এবং শিশু সুরক্ষা আইন (POCSO Act)-এর ধারা ৪(২)-এর অধীনে।
মামলা রুজুর পরপরই উত্তর ত্রিপুরা জেলা পুলিশ অভিযুক্তকে ধরার জন্য বিশেষ দল গঠন করে। পুলিশের নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ ১২ অক্টোবর সকালে প্রতিবেশী রাজ্য আসামের নিলামবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
ত্রিপুরা পুলিশের এক মুখপাত্র জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে থানায় আনা হবে এবং তার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল কারণ ও উদ্দেশ্য উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।
ত্রিপুরা পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযুক্তের গ্রেপ্তারি স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে। তবে এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শিশু সুরক্ষা ব্যবস্থার প্রতি আরও জোর দেওয়ার দাবি উঠছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন