Development Initiatives : নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, ত্রিপুরার স্বাস্থ্য ও উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Development Initiatives : নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, ত্রিপুরার স্বাস্থ্য ও উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী

Share This

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জে. পি. নাড্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 আগরতলা, ১৪ অক্টোবর: রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জে. পি. নাড্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


আলোচনায় মুখ্যমন্ত্রী ত্রিপুরার স্বাস্থ্য খাতে চলমান প্রকল্পগুলির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি ধলাই জেলার কুলাই এলাকায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে একটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব পেশ করেন। পাশাপাশি আগরতলায় একটি তৃতীয় স্তরের চক্ষু (অপথ্যালমোলজি) হাসপাতাল ও অঙ্গ প্রতিস্থাপন পরিষেবার জন্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (AGMC) ও GBP হাসপাতালে একটি ইমিউনোলজি ল্যাব স্থাপনের বিষয়েও আলোচনা হয়।


এছাড়াও AGMC-র সুপার স্পেশালিটি ব্লকের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী AB PMJAY প্রকল্পের অধীনে বকেয়া অর্থ পরিশোধের লক্ষ্যে অতিরিক্ত তহবিল বরাদ্দের অনুরোধও জানান।


অন্যদিকে, গতকাল মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেই বৈঠকে রাজ্যে Externally Aided Projects (EAPs)-এর মাধ্যমে নগরোন্নয়ন, পর্যটন ও আগরতলা পুরনিগম এলাকায় চলমান একাধিক প্রকল্পের ধীরগতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


মুখ্যমন্ত্রী প্রকল্পগুলির বাস্তবায়ন দ্রুততর করতে কেন্দ্রীয় নির্দেশিকা সহজ করার ও সময়সীমা বৃদ্ধি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রদান এবং অষ্টম বেতন কমিশন কার্যকর করার বিষয়েও তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad