আগরতলা, ১৫ অক্টোবর: বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও চলমান প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। পাশাপাশি, ত্রিপুরার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় সহায়তা কামনা করেন।
আলোচনার মূল বিষয়গুলির মধ্যে ছিল—এনএফএসএ (NFSA) প্রকল্পের আওতায় ব্রু-রিয়াং সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা, গণবণ্টন ব্যবস্থার (PDS) আওতায় গমের বরাদ্দ বৃদ্ধি, ত্রিপুরায় রেললাইনের ডাবল-লেনিং প্রকল্প, আগরতলা থেকে গৌহাটি পর্যন্ত বন্দে ভারত ট্রেন চালুর প্রস্তাব, বহিঃসহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলির (EAPs) ব্যয়সীমা বৃদ্ধি, রাজ্যে আরও ১৫টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS) স্থাপন, আগর বোর্ড ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা এবং ঊনকোটির ঐতিহ্যবাহী স্থানকে টেকসই উন্নয়নের মাধ্যমে সংরক্ষণ ও উন্নয়নের পদক্ষেপ।
এদিকে, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে আজ নয়াদিল্লিতে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং নয়াদিল্লির সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান (AIIMS)-এর মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই গুরুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে ত্রিপুরার মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা ও সুপার-স্পেশালিটি স্বাস্থ্যসেবার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (AGMC) ও GBP হাসপাতালকে অত্যাধুনিক প্রযুক্তি ও পরিকাঠামো-সমৃদ্ধ এক মেডিকেল হাবে রূপান্তরিত করার দিশা নির্ধারিত হয়েছে, যা নয়াদিল্লির AIIMS-এর উৎকর্ষ মডেল অনুসারে গড়ে তোলা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, এই অংশীদারিত্ব ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং সাধারণ মানুষের কাছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে কাজ করবে। “বিকসিত ত্রিপুরা, বিকসিত ভারত”-এর লক্ষ্যে এটি রাজ্যের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন