বিলোনিয়া, ২৮ নভেম্বর : দক্ষিণ ত্রিপুরার মুহুরী নদীর চরে বালির স্তরের নীচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে অস্বস্তির হাওয়া ঘুরে বেড়াচ্ছে। নদীর তীরে সকালে কয়েকজন প্রথমে বালির উঁচু হওয়া অংশ দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে খোঁড়াখুঁড়ি করে মিলল এক নিথর দেহ—যেন স্রোতের নীরবতায় চাপা পড়ে থাকা এক অন্ধকার গল্প। মৃত ব্যক্তির পরিচয় জৈন চন্দ্র উচাই (৬৫), বাড়ি রতনপুর এডিসি ভিলেজের শরৎ চন্দ্র উচাই পাড়ায়।
পরিবার সূত্রে জানা যায়, জৈন চন্দ্র উচাই গত ১৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয়দের অভিযোগ, তাঁকে পরিকল্পনামাফিক খুন করে বালির নীচে ঢেকে রাখা হয়েছে, যেন সত্যটিকেও ঢেকে ফেলা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তকারীরা ঘটনাটিকে আপাতত রহস্যজনক মৃত্যু হিসেবে বিবেচনা করছে। নদীর জলে ভেসে থাকা কুয়াশার মতো অস্পষ্ট তথ্যের মাঝে তারা খুঁজছে সূত্র, খুঁজছে নিখোঁজ হওয়ার পেছনের অন্ধকার কারণ। এলাকার মানুষও অপেক্ষায়—মুহুরী নদীর বালিতে চাপা পড়ে থাকা সত্যিটা কবে উঠে আসবে দিনের আলোয়।
Fishery Minister : গরিব অংশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্ৰনী ভূমিকায় প্রাণীসম্পদ বিকাশ


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন