Health Care : অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া এর ত্রিপুরা শাখার ২৫ তম বার্ষিক সম্মেলনে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Health Care : অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া এর ত্রিপুরা শাখার ২৫ তম বার্ষিক সম্মেলনে মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ৮ নভেম্বর : রাজ্যের স্বাস্থ্য পরিসেবা এবং পরিকাঠামো উন্নয়নকে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। শুধুমাত্র জিবিপি কিংবা আই জিএম হাসপাতাল নয়, রাজ্যের সকল জেলা কিংবা মহকুমা স্তরের হাসপাতালগুলোর ও পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। শনিবার ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটরিয়ামে আয়োজিত অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া (API) এর ত্রিপুরা শাখার ২৫ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দুদিনব্যাপী বার্ষিক সম্মেলনে রাজ্যের স্বনামধন্য চিকিৎসক ডা. বিজয় পাল, ডা. পীযূষ কুমার দত্ত, ডা. তুষার কান্তি দে এবং ডা. গৌতম রায় চৌধুরীকে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপকদের হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী অ্যাসোসিয়েশনের একটি স্মরণিকাও প্রকাশ করেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেডিকেল অ্যাসোসিয়েশন গুলির মাধ্যমে চিকিৎসকরা নিজেদের মধ্যে তাদের অভিজ্ঞতার আদান প্রদান করতে পারেন, যা চিকিৎসা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারো মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই ধরনের মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মেলনে শুধুমাত্র আলাপচারিতাই হবে না, সমাজের সর্বাঙ্গীন বিকাশে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবো মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বর্তমানে তিনটি মেডিকেল কলেজ রয়েছে। যেখানে প্রায় ৪০০ এমবিবিএস আসন রয়েছে। ডেন্টাল কলেজে আসন রয়েছে ৬৩টি। ইতিমধ্যে আগরতলার অদূরে বোধজংনগরে বেসরকারি সিজা হাসপাতালের ভিত্তপ্রস্তর স্থাপন করা হয়েছ। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হবে। তাছাড়া একটি মেডিকেল কলেজ এখানে নির্মাণ করা হবে। 


অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া এর ত্রিপুরা শাখার সম্পাদক ডা. সৌমেন চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি প্রফেসর (ডা.) জ্যোতির্ময় পাল। উপস্থিত ছিলেন এজিএমসির ভাইস প্রিন্সিপাল প্রফেসর (ডা.) তপন মজুমদার, মেডিকেল এডুকেশন এর অধিকর্তা প্রফেসর (ডা) এইচ পি শর্মা, এ পি আই এর সদস্য প্রফেসর (ডা.) প্রদীপ ভৌমিক। অনুষ্ঠানের ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতি প্রফেসর (ডা) অরিন্দম দত্ত।




Vandemataram Programme : পশ্চিম জেলাভিত্তিক বন্দেমাতরম উৎসব উদযাপন কর্মসুচিতে কৃষিমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad