Tripura Police : পুলিশ ধ্বংস করল ৪১০টি মডিফাইড সাইলেন্সার, শব্দ দূষণ রুখতে আগামী দিনে করা পদক্ষেপের হুঁশিয়ারি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Police : পুলিশ ধ্বংস করল ৪১০টি মডিফাইড সাইলেন্সার, শব্দ দূষণ রুখতে আগামী দিনে করা পদক্ষেপের হুঁশিয়ারি

Share This

 


আগরতলা, ৯ নভেম্বর : আগরতলায় শব্দদূষণ রুখতে ট্রাফিক পুলিশের অভিযান — আদালতের নির্দেশে জব্দ করা শব্দযুক্ত সাইলেন্সার ধ্বংস! আগরতলার এমবিবি কলেজ মাঠের পূর্ব প্রান্তে আদালতের নির্দেশে ত্রিপুরা পুলিশের ট্রাফিক দপ্তরের উদ্যোগে শব্দদূষণ বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে পূর্বে জব্দ করা শব্দযুক্ত বাইকের সাইলেন্সারগুলো আজ ডোজার দিয়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন ট্রাফিক দপ্তরের পুলিশ সুপার কান্ত জাঙ্গীরসহ দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।


ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গীর জানান এদিন ৪১০টি মডিফাইড সাইলেন্সার রোলার এর মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে যুব সমাজের কাছে একটি মেসেজ দেয়ার চেষ্টা করা হয়েছে ট্রাফিক পুলিশের দপ্তর থেকে, তারা যাতে কোনোভাবেই এয়ার পলিউশন ও নয়েজ পলিউশন হয় এমন মডিফাইড সাইলেন্সার ব্যবহার না করেন। এতে নানা রকম স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি যেমন দেখা দেয় তেমনি ছাত্র-ছাত্রীদের পড়াশুনাতেও ব্যাঘাত ঘটে। 


ট্রাফিক পুলিশ সুপার যুব সমাজকে সতর্ক করে দিয়ে বলেন, আগামী দিনে যদি কেউ মডিফাইড সাইলেন্সার ব্যবহার করে তাহলে আইন অনুযায়ী সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আইনগতভাবে তারা কি কি সমস্যায় পড়তে পারেন তাও উল্লেখ করেন। তিনি বলেন ঐ যানবাহন যেমন বাজেয়াপ্ত হতে পারে, তেমনি চালকের লাইসেন্স‌ও জব্দ হতে পারে। ছয় মাসের জেল হতে পারে এবং সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। তাই সবাইকে সতর্ক হয়ে যাবার আহ্বান রাখেন ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গীর।




Health Care : অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া এর ত্রিপুরা শাখার ২৫ তম বার্ষিক সম্মেলনে মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad